নয়াদিল্লি: আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস এসেছে সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে। ওপেন করতে নেমে ৪৫ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ১২ টি বাউন্ডারি ও দুটি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস। সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে শতরানের পার্টনারশিপ করেন ঋদ্ধি। ওয়ার্নারও হাফসেঞ্চুরি করেন। ম্যাচের পর খেলার কয়েকটি ছবি ট্যুইটারে পোস্ট করে ঋদ্ধি লিখেছেন, সুযোগ পেলে তা হাতছাড়া করা উচিত নয়! সমগ্র সানরাইজার্স দলকে অভিনন্দন।




গতকালের ম্যাচে সানরাইজার্স দলে তিনটি পরিবর্তন হয়।  প্রথম একাদশে ফেরেন ঋদ্ধি। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে বাইরে রাখা হয় কেন উইলিয়ামসনকে খেলাতে।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ার টসে জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠান। ঋদ্ধি ও ওয়ার্নার বাইশ গড়ে ঝড় তোলেন। দুরন্ত শট দেখা যায় দুজনের ব্যাটেই। সানরাইজার্সের দুই ওপেনার ১০ ওভারের মধ্যেই ১০০ রানের পার্টনারশিপ গড়েন। ওয়ার্নারকে আউট করে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন আর অশ্বিন।

ঋদ্ধি সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে শ্রেয়সের বলে মিস হিট করে ৮৭ রানে আউট হন।

এরপর মণীশ পান্ডের সংক্ষিপ্ত-ঝোড়ো ইনিংস দলের রান পৌঁছে দেয় ২১৯-এ।

জবাবে দিল্লি ১৯ ওভারে ১৩১ রান করে অলআউট হয়ে যায়।