মুম্বই: দিনের আলোয় বলিউড অভিনেত্রীকে ছুরি নিয়ে আক্রমন! হাসপাতাল থেকেই ভিডিও বার্তায় কঙ্গনা রানওয়াতের কাছে সাহায্য চাইলেন মালবী মলহোত্র। গত ২৬ অক্টোবর মুম্বইয়ের ভরসোভার একটি ক্যাফে থেকে মিটিং সেরে বেরনোর সময় আক্রান্ত হন তিনি। ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ বলিউডের 'মনিকর্ণিকা'।


সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মালবী বলেন, 'আমি জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মাজির কাছে আবেদন করব এই বিষয়টিতে আমায় সাহায্য করতে। আমিও হিমাচল প্রদেশের মেয়ে। এখানেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াতের বাড়ি। মুম্বইতে এসে আমার এমন করে আক্রান্ত হব ভাবিনি। আমায় সাহায্য করুন।'

এই বার্তার উত্তর দিয়ে ট্যুইট করেন কঙ্গনা রানওয়াত। লেখেন, ফিল্ম ইন্ডাস্ট্রির এটাই কঠিন সত্যি। ছোট শহর থেকে আসা যে সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের পূর্বপরিচিতি থাকে না বা যাঁরা তারকাদের সন্তান হন না তাঁদের সঙ্গে এটাই হয়। নেপোটিজম নিয়ে যতই স্টারকিডরা আত্মরক্ষার চেষ্টা করুক না কেন, তাদের মধ্যে কজন আক্রান্ত হন, ধর্ষিত হন বা মারা যান?



পুলিশ সূত্রে খবর, ভরসোভার একটি ক্যাফে থেকে মিটিং সেরে বেরোচ্ছিলেন মালবী। ঠিক সেইসময় অডি গাড়ি নিয়ে তাঁকে পিছু করে যোগেশ কুমার নামক এক ব্যক্তি। মালবী তাকে অনুসরণ করতে বারণ করেন ও কথা বলতেও অস্বীকার করেন। যোগেশ মালবীকে থামাতে গেলে পুলিশের কাছে অভিযোগ করার ভয় দেখান অভিনেত্রী। এরপরেই মরিয়া হয়ে যোগেশ ছুরি দিয়ে মালবীকে তিনবার আঘাত করেন।

গুরুতর আঘাত নিয়ে আপাতত অন্ধেরির ধীরুভাই কোলিলাবেন হাসপাতালে ভর্তি মালবী।