করোনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2020 11:31 AM (IST)
তাঁর পরিবারের আরও অনেকের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ: সূত্র
কলকাতা: করোনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর পরিবারের আরও অনেকের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর। চিকিত্সকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় বাড়িতেই রয়েছেন সকলে। সেরকম কোনও শারীরিক কষ্ট নেই অভিনেত্রীরও। তবে প্রতি বছর খুব ঘটা করে লক্ষ্মীপুজো হয় অপরাজিতার বাড়ি। এবার তা হয়ত হয়ে উঠবে না।