মুম্বই: চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চোট সারিয়ে ওঠার পর এই নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আর অশ্বিনের অফ ব্রেকে লেগ বিফোর আউট হলেন তিনি। খাতা খুলতেও ব্যর্থ হন 'হিটম্যান'।

এরইমধ্যে রেকর্ডের খাতায় নাম উঠল রোহিতের। তা আদৌ কোনও ব্যাটসম্যানের কাছে কাঙ্খিত নয়। দিল্লির বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় নাম উঠল তাঁর। এই নিয়ে আইপিএলে ১৩ বার খাতা না খুলে আউট হলেন তিনি। এই তালিকায় হরভজন সিংহ ও পার্থিব পটেলের সঙ্গে তাঁর নাম যুক্ত হল।

ম্যাচের দ্বিতীয় ওভারই অশ্বিনের হাতে বল তুলে দেন দিল্লির অধিনায়র শ্রেয়স আয়ার। ওই ওভারের তৃতীয় বলে অশ্বিন আউট করেন রোহিতকে। অশ্বিনের আগে জোফরা আর্চার ও উমেশ যাদবও রোহিতকে প্রথম বলেই আউট করার কৃতিত্ব অর্জন করেছেন।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত রয়েছে। কিন্তু গতবারের চ্যাম্পিয়নদের অধিনায়ককে এবারের টুর্নামেন্টে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। চলতি মরশুমে ১১ ম্যাচে মাত্র ২৬৪ রান এসেছে রোহিতের ব্যাট থেকে। এর মধ্যে দুটি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট ১২৬.৩১।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮০ ও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৭০ রানের ইনিংস বাদ দিয়ে এখনও পর্যন্ত সেভাবে রান নেই রোহিতের ব্যাটে। চোট সারিয়ে ওঠার পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র চার রান করেছিলেন তিনি। এরপর দিল্লির বিরুদ্ধে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে।