পুণে: বিরাট কোহলির সঙ্গে এ বি ডিভিলিয়ার্সের বন্ধুত্ব বরাবরই ক্রিকেট বিশ্বের অন্যতম চর্চিত বিষয়। বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান একে অপরের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। পাশাপাশি আইপিএলে দুজনই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে। এক সঙ্গে অনেক ম্যাচও জিতিয়েছেন দলকে।


আইপিএল শুরুর মুখে ডিভিলিয়ার্সের সঙ্গে খুনসুটি করলেন বিরাট। ইংল্যান্ডকে ২-১ ব্য়বধানে সিরিজ হারিয়েছে ভারত। বিরাট কোহলি অধিনায়ক হিসাবে ফের একটি ট্রফি জিতেছেন। এদিকে ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৪তম আইপিএল। রবিবার ওয়ান ডে সিরিজ সম্পূর্ণ হতেই ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলে নিজ নিজ দলের শিবিরে যোগ দিতে চলে গিয়েছেন। তবে আরসিবি শিবিরে এখনও যোগ দেননি কোহলি। আরসিবি অধিনায়ক ১ এপ্রিল দলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে ট্রেনিং বন্ধ রাখেননি কোহলি। রবিবার জস বাটলারদের বিরুদ্ধে সিরিজ জিতে উঠেই কোহলি জিমে ট্রেনিং শুরু করে দিয়েছেন। তিনি ট্রেড মিলে দৌড়নোর একটি ভিডিও সোমবার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লেখেন, 'কোনও বিশ্রাম নেই। এবার শুধু গতির সঙ্গে পাল্লা দিয়ে ছোটা আইপিএলে।' যা দেখে ভারতের দিকে রওনা হওয়া ডিভিলিয়ার্স মজা করে লেখেন, 'তোমার ছন্দ দেখে দুর্দান্ত লাগছে। আমি ব্যাগপত্তর গুছিয়ে ফেলেছি। ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে রয়েছি।'



এরপরই খুনসুটি আরসিবি অধিনায়কের। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি এ বি। বিরাট তাঁকে লেখেন, 'আশা করছি এখনও দুই উইকেটের মাঝে তুমি দ্রুত দৌড়তে পারো।' ভক্তরাও দুই তারকার খুনসুটি দেখে উচ্ছ্বসিত। এদিকে, রবিবার ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর সোমবার কোহলি পুণের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে গিয়েছেন। ফলে আইপিএলের বায়ো বাবলে ঢুকতে হলে তাঁকে বোর্ডের নিয়ম অনুয়ায়ী ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সেক্ষেত্রে আরসিবি শিবিরে প্র্যাক্টিসে নেমে পড়তে বিরাটের আরও কয়েকদিন দেরি হতে পারে বলে খবর।