মুম্বই: ঝুলিতে জোড়া বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, দুটি আইপিএল ট্রফি। গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ করে। তাঁর নামকরণই হয়ে গিয়েছে ক্যাপ্টেন কুল। বিশ্বক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশারদের মধ্যে একজন ধরা হয়। সেই মহেন্দ্র সিংহ ধোনির উইকেট নিতে তো মুখিয়ে থাকবেন বিশ্বের যে কোনও বোলার।
আবেশ খানও ব্য়তিক্রম নন। তিনিও বরাবর স্বপ্ন দেখতেন মহেন্দ্র সিংহ ধোনির উইকেট তুলবেন। সেই সুযোগ এসে হাজির হয়েছিল ২০১৮ সালে। তাঁর বলে আউট প্রায় হয়েই গিয়েছিলেন ধোনি। কিন্তু বিধি বাম। ক্যাচ পড়ে যায়। নতুন জীবন পান ধোনি। সেই যন্ত্রণা তিন বছর ধরে বয়ে বেরিয়েছেন আবেশ। অবশেষে তাঁর যেন শাপমোচন হল শনিবার। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে শনিবার সিএসকে অধিনায়ক ধোনিকে বোল্ড করে দিয়েছেন পেসার আবেশ। তাঁর শর্ট অফ গুড লেংথ বলে জ্যাব মারতে গিয়ে ব্য়াটের ভিতরের দিকের কানায় লাগিয়ে ফেলেন ধোনি। প্লেড অন হয়ে যান।
স্বপ্নপূরণ হওয়ায় খুশি আবেশ। দিল্লি ক্যাপিটালসের তরুণ পেসার বলেছেন, 'তিন বছর আগে মাহি ভাইয়ের ক্যাচ পড়েছিল। মাহি ভাইকে আউট করাটা ছিল আমার স্বপ্ন আর তিন বছর পর সেই স্বপ্ন পূৎম করতে পেরেছি। আমি খুব খুশি।'
আবেশ ধোনির বিরুদ্ধে তাঁদের পরিকল্পনার কথাও শুনিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের তরুণ পেসার বলেছেন, 'উনি ক্রিকেটের মধ্যে ছিলেন না। এর মধ্যে কোনও ম্য়াচ খেলেননি। আমাদের পরিকল্পনাই ছিল শুরু থেকে মাহি ভাইয়ের ওপর চাপ তৈরি করা। সেই চাপ তৈরি করেই মাহি ভাইয়ের উইকেটটা তুলেছি।'
দু'বছর পর বল করার সময় নার্ভাস ছিলেন, স্বীকারোক্তি হরভজনের
আবেশ জানিয়েছেন, সাফল্যের জন্য কড়া ডায়েট চার্ট মেনে চলেছিলেন। আবেশ বলেছেন, 'আমি ৫ কেজি ওজন কমিয়েছি। নিজস্ব ডায়েটিশিয়ান রেখেছিলাম। তাঁর পরামর্শে খাওয়াদাওয়া করেছি। নিজের প্রিয় পদগুলি গত ২০-২৫ দিনে খাইনি। তাতে আমি আগের চেয়েও বেশি ফিট হয়ে উঠেছি। বল করার সময় আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী। আইপিএলে ফিটনেসের সুফল পাচ্ছি আমি।'