দুবাইঃ আজ থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। চলতি বছরের আইপিএল ভারতের মাটিতে এর আগে শুরু হলেও তা কোভিডের জন্য মাঝপথেরই বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই। মে মাসে বন্ধ হওয়া সেই টুর্নামেন্টে তখন মাত্র ২৯টি ম্যাচ খেলা হয়েছিল। বাকি ছিল আরও ৩১ টি ম্যাচ। যা এবার দ্বিতীয় পর্বে আমিরশাহিতে আয়োজিত হতে চলেছে। আর প্রথম ম্যাচেই ধোনি-রোহিত দ্বৈরথ। 


এখনও কোভিড আতঙ্ক যায়নি। কিন্তু তবুও যাবতীয় নিয়মাবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক দর্শক মাঠে ঢোকার অনুমতি মিলেছে। ২০১৯ সালের পর এই প্রথম আইপিএলে মাঠে দর্শক দেখা যাবে। গত বছরও আমিরশাহিতে আইপিএল আয়োজন হলেও সেখানে দর্শক মাঠে ঢোকার অনুমতি ছিল না। এবার তবে দর্শকদের জন্য খুলছে স্টেডিয়ামের গেট।


আরও পড়ুন: আমিরশাহিতে ২২ গজে দাপাবে এই ২ তরুণ নাইট তারকা, বিশ্বাস হাসির


এবারের আইপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে গত বছরের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের নেতৃত্বে নিজেদের প্রথম আইপিএল খেতাব এবার জিততে মরিয়া তারা। যদিও পয়েন্ট টেবিলে পরের তিনটি স্থানেই আছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিকে প্রথম ম্যাচে নামার আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন দলের মেন্টর সচিন তেন্ডুলকর।


কখন ও কোথায় খেলা হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ?


চলতি আইপিএলের ৩০ তম ম্যাচ ও দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আমনে-সামনে চেন্নাই-মুম্বই। খেলাটি হবে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। 


এই ম্যাচটি কখন শুরু হবে?


চেন্নাই বনাম মুম্বই ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৭.৩০ থেকে। টস হবে খেলা শুরু ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধ্যা ৭টায়।


সিএসকে বনাম মুম্বই ম্যাচ কোথায় দেখতে পাওয়া যাবে?


এই ম্যাচটি লাইভ টেলিকাস্ট হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও লাইভ স্ট্রিমিং হবে হটস্টারে।