মুম্বই: আইপিএলে আজ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। যার অন্যতম কারণ, ১৬০ দিন পর ফের প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলতে মাঠে নামছেন ধোনি। যে কারণে ভক্তকূল অধীর আগ্রহে অপেক্ষা করছে।


অপেক্ষা করছেন আর একজন। সিএসকে বনাম ডিসি ম্যাচ নিয়ে তাঁরও উত্তেজনার শেষ নেই। তিনি টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। শনিবারের ম্যাচকে যিনি গুরু ধোনির সঙ্গে শিষ্য পন্থের লড়াই বলে চিহ্নিত করে দিয়েছেন। সেই সঙ্গে বিরাট কোহলিদের জাতীয় দলের কোচ বলেছেন, সকলে স্টাম্প মাইক্রোফোনের দিকে খেয়াল রাখবেন।


শনিবার শাস্ত্রী ট্যুইট করেছেন, 'গুরু বনাম চ্যালা। খুব মজা হবে আজ। স্টাম্পস মাইক্রোফোন অবশ্যই শুনবেন। ধোনি মাঠে ফিরছে।' সঙ্গে ধোনি ও পন্থের একটি ছবি পোস্ট করেন শাস্ত্রী।


কিন্তু কেন তিনি স্টাম্পস মাইক্রোফোনের কথা বলেছেন? কারণ, ধোনি আর পন্থ বরাবর মজার করে থাকেন মাঠে। পন্থ তাঁর উত্থানের নেপথ্যে গুরু ধোনিকে কৃতিত্ব দেন। খুনসুটির জন্য দিল্লির রুরকির উইকেটকিপার ব্যাটসম্যান তো বিখ্যাত। এমনকী, মাঠে প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়ার মোকাবিলা করার ফাঁকে তিনি স্পাইডারম্যান গান গেয়ে শোরগোল ফেলেছিলেন। তিনি মাঠে থাকা মানে স্টাম্প মাইক্রোফোনে বেশ কিছু কথা ধরা পড়তে পারে। তাই শাস্ত্রীও উত্তেজিত হয়ে রয়েছেন।



ধোনিকে আদর্শ করেই বড় হয়েছেন পন্থ। ধোনির প্রস্থানের পর জাতীয় দলেও ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন। তবে একটা সময় তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠত। বিশেষ করে ক্রিজে সেট হয়ে গিয়েও যেভাবে বারবার উইকেট ছুড়ে দিতেন, তা নিয়ে সমালোচিত হয়েছেন পন্থ।


ছবিটা পাল্টে যায় অস্ট্রেলিয়া সফরে। ম্যাচ জেতানো ইনিংস খেনে পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেও চাপের মুখে অনবদ্য পারফর্ম করেন। পন্থকেই নেতৃত্ব তুলে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। শনিবার মুম্বইয়ে নিজের আদর্শ ধোনির সামনেই যাত্রা শুরু হবে অধিনায়ক পন্থের।