আমদাবাদ: আইপিএল শুরুর আর দিন ২০ বাকি। তার আগে উদ্বিগ্ন হয়ে পড়ার মতো খবর রাজস্থান রয়্যালস শিবিরে। চোটের জন্য আইপিএলের শুরুর দিকে নাও পাওয়া যেতে পারে তারকা পেসার জোফ্রা আর্চারকে। কনুইয়ের চোটের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভুগতে হয়েছিল। টি-টোয়েন্টি সিরিজে অবশ্য খেলেছেন আর্চার। তবে কনুইয়ের পরিচর্যার জন্য টি-টোয়েন্টি সিরিজের শেষে জোফ্রা আর্চারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার জেরে আইপিএলের শুরুর দিকে নাও দেখা যেতে পারে ইংল্যান্ডের তারকা পেসারকে।


একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ না খেলেই ইংল্যান্ডের বিমান ধরতে পারেন আর্চার। যে সিরিজ পুণেতে আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে। শেষ হচ্ছে ২৯ মার্চ। দেশে ফেরার পর আর্চারের ডান কনুইয়ে আরও একটি ইঞ্জেকশন দেওয়া হবে। ইতিমধ্যেই যন্ত্রণা কমানোর দুটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তৃতীয় ইঞ্জেকশনের পর এপ্রিলের মাঝামাঝি আর্চারের কনুইয়ের অবস্থার পর্যালোচনা করবে ইংল্যান্ড ক্রিকেট দলের মেডিক্যাল বোর্ড। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে, আর্চার আইপিএল খেলতে ভারতের বিমান ধরবেন কি না। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। ভারতে এলেও আর্চারকে আইপিএলের প্রথম দিকের একাধিক ম্যাচে হয়তো পাবে না রাজস্থান রয়্যালস।


ক্রিকেটারদের টিকা নয়, করোনা আক্রান্ত হলে ১০ দিনের নিভৃতবাস


চলতি বছরের অ্যাসেজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আর্চারকে নিয়ে কোনও বড়সড় ঝুঁকির পথে হাঁটতে চাইছে না ইংল্যান্ড বোর্ড। রাজস্থান রয়্যালসের তরফে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, আর্চারের কনুইয়ের বিষয়ে যাবতীয় খোঁজখবর নিচ্ছে রাজস্থানের টিম ম্যানেজমেন্ট। তাঁকে সাত কোটি কুড়ি লক্ষ টাকায় দলে নিয়েছিল রাজস্থান। তারপর থেকে দাপুটে পারফরম্যান্স করেছেন। গতবারের আইপিএলে দুরন্ত খেলেছিলেন। টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হয়েছিলেন আর্চার। এবার তাঁকে পাওয়া না গেলে রাজস্থান রয়্যালস শিবির যে বড়সড় ধাক্কা খাবে, বলার অপেক্ষা রাখে না।


ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে সর্বোচ্চ স্কোর ভারতের