আমিরশাহি: আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে আমিরশাহিতে পৌঁছে গিয়েছে প্রায় সব দলই। প্রস্তুতিও শুরু করে দিয়েছে সবাই। কলকাতা নাইট রাইডার্সও তাঁদেরও প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে। সিনিয়র ক্রিকেটাররাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন দীনেশ কার্তিক। সেখানে ধারাভাষ্যকারের কাজ করছিলেন কার্তিক। তবে নেটে দারুণ ছন্দে পাওয়া গেল অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। নেটে সহকারি কোচ অভিষেক নায়ার বল করছিলেন তাঁকে।
গত বছর আইপিএলে অল্পের জন্য নক আউট পর্বে যোগ্যতা অর্জন করতে পারেনি। ৫ নম্বরে শেষ করেছিল কেকেআর। কিন্তু এই বছর পরের পর্বে উঠতে মরিয়া কেকেআর। কার্তিক বলেন, 'গত বছর আমিরশাহিতে টুর্নামেন্ট খেলেছিলাম আমরা। সেখানে নক আউট পর্বে উঠতে পারিনি আমরা। শেষ ২ বছর ধরে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে শেষ করেছিলাম আমরা।' এবার কি তাহলে নক আউট পর্বে ওঠার সুযোগ রয়েছে? প্রাক্তন নাইট অধিনায়ক বলেন, 'আমরা দলগতভাবে বেশ ভাল জায়গায় রয়েছি। আমাদের এই দলগত বন্ধনটা বজায় রাখতে হবে। আর একইসঙ্গে এবার পারফরম্যান্স আরও আলাদা করতে হবে। আমরা ৭ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই জিততে হবে। তবেই আমরা যোগ্যতা অর্জন করতে পারব। দল হিসেবে আমাদের সবার লক্ষ্য এটাই।'
যদিও এই মরসুমে আইপিএলের প্রথম পর্বে কেকেআরের খুব একটা ভাল পারফরম্য়ান্স হয়নি। ৭ ম্যাচের মধ্যে মাত্র ২ টো ম্যাচে জয় পেয়েছে কেকেআর। কার্তিক বলেন, 'কেকআর বরাবরই ভীষণ অগ্রাসী ক্রিকেট খেলতে অভ্যস্ত। এই ইতিবাচক ক্রিকেটটাই আমরা খেলতে চাই দ্বিতীয় পর্বে। টিম স্পিরিট আমাদের দারুণ। আমরা ইতিবাচক রয়েছি। এছাড়াও আমাদের এমন একজন কোচ রয়েছে, যে আমাদের সবসময় ইতিবাচক রাখার চেষ্টা করেন।'
সমর্থকদের উদ্দেশেও বার্তা দিচ্ছেন কার্তিক। তিনি বলছেন, 'সমর্থকদের উদ্দেশে একটাই কথা বলতে চাই, আমাদের সমর্থন জুগিয়ে যান ক্রমাগত। আমরা উন্নতমানের ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করব।' আগামী ২০ সেপ্টেম্বর আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে কেকেআর।