দুবাই: আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর। বিরাট কোহলির আরসিবিকে হেলায় ৯ উইকেটে হারিয়ে দিয়েছে অইন মর্গ্যান, দীনেশ কার্তিকরা। মাত্র ১০ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেলেন নাইটরা। ৯ উইকেটে তারা হারাল আরসিবিকে।


আর ম্যাচে জয়ের পরই ড্রেসিংরুমে খোশমেজাজে ধরা দিলেন নাইট তারকারা। ম্যাচের নতুন তারকা বেঙ্কটেশ আইয়ারকে জড়িয়ে ধরলেন হরভজন সিংহ। টার্বুনেটর আবার রাসেলের সঙ্গেও খুনসুটি করলেন। ব্যাট হাতে এদিন ঝড় তুলতে না পারলেও বল হাতে দুর্দান্ত বোলিং করলেন রাসেল। তিনি বলেন, 'ওয়েল ডান বেঙ্কি। অসাধারণ পারফরম্যান্স গিল। ঠিক এমনই একটা শুরু আমরা চেয়েছিলাম। শেষটা এমনই চাই। এদিনের পারফরম্যান্স উচ্চমানের ছিল। সবকিছু আমাদের পক্ষে গিয়েছে। বোলিং-ফিল্ডিং কোনও কিছু নিয়েই প্রশ্ন তােলা যাবে না।'



কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও ক্যাপ্টেন মর্গ্যানকেও দেখা গেল দলের প্লেয়ারদের করতালি দিয়ে অভিবাদন জানাতে। কোচ বলেন, 'দুর্দান্ত পারফরম্যান্স দলের প্রতিটি ছেলের।' ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়াও আন্দ্রে রাসেলও ৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ২ জনের বোলিং পারফরম্যান্সই মূলত দলকে জয় এনে দিতে সাহায্য করেছে। রাসেল বলেন, 'সামনে আরও ৬ টি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতেও আমাদের দারুণ পারফরম্যান্স করতে হবে। একই ফল করতে হবে।'


আইপিএলে নতুন নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বলের হিসাবে সবচেয়ে বড় জয় শাহরুখ খান-জুহি চাওলার দলের। ৬০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল কেকেআর। এর আগে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিলেন নাইটরা। তবে সোমবারের বিরাট কোহলির বাহিনীকে হারিয়ে সেই রেকর্ড ছাপিয়ে গেল কেকেআর।


পয়েন্ট টেবিলেও কিছুটা অক্সিজেনের সন্ধান পেলেন নাইটরা। বহুমূল্য ২ পয়েন্ট ঘরে তুলল কেকেআর। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বরে উঠে এল শাহরুখের দল।