দুবাই: আইএসএলে ক্রিস ওকসের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিল বেন ডোয়ারসুইসকে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফাস্ট বোলারের। যদিও তিনি একজন আনক্যাপড প্লেয়ার। ঘরোয়া ক্রিকেটে লিস্ট এ ম্যাচে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ঘরোটা ক্রিকেটে ৮২টি টি-টোয়েন্টি ম্যাচে ঝুলিতে পুরেছেন ১০০ উইকেট। 


২৭ বছরের এই তরুণ বাঁহাতি অজি পেসার লিস্ট এ তে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলেন। টুর্নামেন্টের ইতিহাসে ষষ্ঠ সর্বাধিক উইকেট শিকারি বেন। ৬৯ ম্যাচে নিয়েছেন ৮৫ উইকেট। ২০১৮ মরসুমে পঞ্জাব কিংস আইপিলের নিলামে বেন ডোয়ারসুইসকে দলে নিয়েছিল। যদিও মাঠে নামার সুযোগ হয়নি। কিন্তু এবার দিল্লির জার্সিতে তাঁকে দেখতে পাওয়া যেতে পারে। খুব তাড়াতাড়িই আমিরশাহিতে দিল্লি শিবিরে যোগ দেবেন বেন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস।


উল্লেখ্য, এর আগে আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে নাম তুলে নিয়েছেন তিন ইংরেজ ক্রিকেটার। ইংল্যান্ডের ক্রিস ওকস, জনি বেয়ারস্টো ও ডেভিড মালান নাম তুলে নিয়েছেন আমিরশাহিতে হতে চলা আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে। টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন বেয়ারস্টো, পঞ্জাব কিংসের হয়ে খেলেন ডেভিড মালান ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ক্রিস ওকস। 


পঞ্চম টেস্টে করোনা আতঙ্কের জেরে খেলা হয়নি। ইসিবি ও বিসিবির মধ্যে এই নিয়েই দূরত্ব তৈরি হয়। ভারতীয় টিম ম্যানেজম্যান্টের দিকে আঙুল তোলে ইসিবি। ব্যক্তিগত কারণ দেখালেও, সূত্রের খবর পিছিয়ে থাকা ইংল্য়ান্ড টিম কোনওভাবেই ওল্ড ট্র্যাফোর্ড ম্যাচ হাতছাড়া করতে চায়নি। তাই ক্ষুব্ধ হয়ে আইপিএলেও খেলতে রাজি নয় তাঁরা। এরমধ্য়েই পঞ্জাব কিংসে মালানের পরিবর্ত হিসেবে প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে দলে নিয়েছে।