অরিত্রিক ভট্টাচার্য, সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাতাসে পুজোর গন্ধ। কিন্তু মুখ ভার আকাশের। রবিবার রাত থেকে অঝোরে বৃষ্টির জেরে গোটা দিন থমকে থাকল প্যান্ডেলের কাজ থেকে প্রতিমা গড়া, সবকিছু। এবছর ৬ অক্টোবর মহালয়া।  হাতে আর মাত্র ২ সপ্তাহ। অথচ কুমোরটুলি সর্বজনীনের প্যান্ডেলের কাজ এখনও ঢের বাকি। তার উপর বৃষ্টির জেরে এদিন কাজে হাতই লাগাতে পারেননি শিল্পী ও কর্মীরা।




কুমোরটুলি সর্বজনীনের  উদ্যোক্তা দেবাশিস ভট্টাচার্য জানালেন, ' মহালয়ার ২ সপ্তাহ আগে এই ছবি দেখা যায় না। জানি না কীভাবে শেষ হবে। খুবই চিন্তায় আছি।' 


ছবিটায় কোনও ফারাক নেই বাগবাজার সর্বজনীনেও। প্যান্ডেল বলতে শুধুই বাঁশের কাঠামো তৈরি হয়েছে। শিল্পীরা বলছেন, কোভিড আবহে এমনিতেই দেরিতে কাজ শুরু হয়েছে, তারপর এক এক দিন করে নষ্ট হচ্ছে, উদ্যোক্তা থেকে শিল্পী, সবার কপালে ভাঁজ। 


মণ্ডপ শিল্পী অনির্বাণ দাস জানালেন, ' এমনিতেই বাজেট কম, দেরিতে কাজ শুরু, তার উপর বৃষ্টি, কাজের অসুবিধা হয়েছে। অন্য সময় হাতে টাকা থাকে, এবার তাও নেই সেভাবে'


টানা বৃষ্টির জেরে কুমোরটুলির পটুয়াপাড়া এদিন ছিল কার্যত প্লাস্টিকবন্দি! রং চাপানোর আগে, এই সময় রোদে মূর্তি শুকানোর কথা। কিন্তু কোথায় রোদ! টানা বৃষ্টির জেরে প্লাস্টিক সরানোর সাহস পাচ্ছেন না শিল্পীরা।  সব মিলিয়ে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই, যেন অসুর হয়ে দেখা দিয়েছে প্রকৃতি! এই পরিস্থিতিতে দুর্গতিনাশিনীর দিকেই তাকিয়ে রয়েছেন সবাই...

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে।  
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।