কলকাতা: প্রথম আইপিএলে শেন ওয়ার্নের নেতৃত্বে চ্যাম্পিয়ন। অথচ তারপর থেকে আর সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি রাজস্থান রয়্যালস। মাঝে দু'বছর নির্বাসিত হতে হয়েছিল। চেন্নাই সুপার কিংস নির্বাসন কাটিয়ে ফিরে চ্যাম্পিয়ন হয়েছে। রাজস্থান পারেনি।


এবার রাজস্থানকে নেতৃত্ব দেবে সঞ্জু স্যামসন। নতুন করে দল সাজিয়েছে রাজস্থান। ক্রিস মরিসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় নিলামের টেবিল থেকে কিনেছে রাজস্থান রয়্যালস। ওদের এই কৌশল অবশ্য ঠিক বোধগম্য হয়নি। মরিসের পেছনে এত খরচ না করে সেই টাকায় দুজন ভাল বিদেশি ক্রিকেটার কেনা যেত। তবে জস বাটলার, বেন স্টোকস ও জোফ্রা আর্চার থাকায় রাজস্থানের বিদেশি ক্রিকেটারদের তালিকা বেশ ঝকঝকে।


যদিও আর্চারের চোট বেশ উদ্বেগে রাখবে রাজস্থানকে। দুরন্ত বলের গতি। সঙ্গে ইয়র্কার, বাউন্সার, স্লোয়ার সব রকম অস্ত্র রয়েছে ইংরেজ পেসারের হাতে। আর্চার চোটের জন্য প্রথম দিকের ম্যাচগুলোয় খেলতে পারবে না। টুর্নামেন্ট চলাকালীনও সুস্থ না হয়ে উঠলে বড় ধাক্কা খাবে রাজস্থান।


বেন স্টোকস ম্যাচ উইনার। ও একা হাতে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে পারে। অলরাউন্ডার স্টোকস হারা ম্যাচ জিতিয়ে দিতে পারে। স্টোকসের পারফরম্যান্সের ওপর রাজস্থানের ভাগ্য দাঁড়িয়ে থাকলে অবাক হব না।


প্রথম দিনই রোহিত-বিরাট লড়াই, দেখে নিন আইপিএলের সম্পূর্ণ সূচি


ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সঞ্জুর ভূমিকা গুরুত্বপূর্ণ। ও দলের অধিনায়ক। টি-টোয়েন্টিতে দারুণ প্লেয়ার। রিয়ান পরাগ ভাল প্রতিভা। এই ফর্ম্যাটে রাহুল তেওয়াটিয়া ভাল ক্রিকেটার। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। জয়দেব উনাদকাট ভাল দাম পায়। তবে ম্যাচ জেতাতে পারে না। সব মিলিয়ে ওদের বোলিং বিদেশিরা ভাল। তবে বোলিং দুর্বল। দল গঠনে পরিকল্পনার অভাব রয়েছে। যদিও ফর্ম্যাটটা টি-টোয়েন্টি ক্রিকেট। কবে যে কোন দল কাদের হারিয়ে দেয়, পূর্বাভাস করা মুশকিল।


পুরো দল: সঞ্জু স্যামসন, শিবম দুবে, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কে সি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, আকাশ সিংহ, কুলদীপ যাদব, জস বাটলার, বেন স্টোকস, রিয়ান পরাগ, জোফ্রা আর্চার, মহীপাল লোমর, মনন ভোরা, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, রাহুল তেওয়াটিয়া, মায়াঙ্ক মারকাণ্ডে, অনুজ রাওয়াত, যশস্বী জয়সবাল, কার্তিক ত্যাগী, ডেভিড মিলার ও অ্যান্ড্রু টাই।


অধিনায়ক: সঞ্জু স্যামসন


টিম ডিরেক্টর: কুমার সঙ্গকারা


মেন্টর: শেন ওয়ার্ন


সহকারী কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার


ব্যাটিং কোচ: অমল মুজুমদার


স্পিন বোলিং কোচ: সাইরাজ বাহুতুলে


স্পিনারদের পরামর্শদাতা: ইশ সোধি


ফাস্ট বোলিং কোচ: রব ক্যাসল


ফিল্ডিং কোচ: দিশান্ত যাজ্ঞিক


আইপিএলে সেরা পারফরম্যান্স: চ্যাম্পিয়ন (২০০৮)


আইপিএল রেকর্ড: ম্যাচ ১৬১, জয় ৮২, হার ৭৭, অমীমাংসিত ২


গত আইপিএলের পারফরম্যান্স: ম্যাচ ১৪, জয় ৬, হার ৮


শক্তি: দলের বিদেশি ক্রিকেটারেরা। বেন স্টোকস, জস বাটলার, জোফ্রা আর্চার, প্রত্যেকে দুর্দান্ত।


দুর্বলতা: বোলিং বিভাগে বৈচিত্র কম। জোফ্রা ফিট না হলে বিকল্প নেই।


এক্স ফ্যাক্টর: বেন স্টোকসের অলরাউন্ড দক্ষতা।


আইপিএলে রাজস্থান রয়্যালসের ম্যাচ:


১২ এপ্রিল  আরআর বনাম পিকে মুম্বই, রাত ৭.৩০


১৫ এপ্রিল  আরআর বনাম ডিসি  মুম্বই, রাত ৭.৩০


১৯ এপ্রিল  সিএসকে বনাম আরআর    মুম্বই, রাত ৭.৩০


২২ এপ্রিল  আরসিবি বনাম আরআর     মুম্বই, রাত ৭.৩০


২৪ এপ্রিল  আরআর বনাম কেকেআর  মুম্বই, রাত ৭.৩০


২৯ এপ্রিল  এমআই বনাম আরআর      দিল্লি, দুপুর ৩.৩০


২ মে আরআর বনাম এসআরএইচ       দিল্লি, দুপুর ৩.৩০


৫ মে আরআর বনাম সিএসকে    দিল্লি, রাত ৭.৩০


৮ মে আরআর বনাম এমআই      দিল্লি, রাত ৭.৩০


১১ মে       ডিসি বনাম আরআর  কলকাতা, রাত ৭.৩০


১৩ মে       এসআরএইচ বনাম আরআর       কলকাতা, রাত ৭.৩০


১৬ মে      আরআর বনাম আরসিবি     কলকাতা, দুপুর ৩.৩০


১৮ মে       কেকেআর বনাম আরআর  বেঙ্গালুরু, রাত ৭.৩০


২২ মে      পিকে বনাম আরআর বেঙ্গালুরু, রাত ৭.৩০


*অনুলিখন: সন্দীপ সরকার