RCB Blue Jersey: আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) আগামী ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। আর এই ম্যাচে কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে প্রথমসারির যোদ্ধাদের প্রতি সম্মান নিবেদন করতে নীল রঙের জার্সি পরে মাঠে নামবে। আরসিবি-র পক্ষ থেকে ট্যুইটারে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানানো হয়েছে।


আরসিবি জানিয়েছে, কেকেআরের বিরুদ্ধে ম্যাচে নীল রঙের জার্সি পরে মাঠে নামবে দল। কোভিড ১৯ অতিমারীর বিরুদ্ধে প্রথমসারির যোদ্ধাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধাদের পিপিই কিটের রং নীল। সেইসঙ্গে এই জার্সির পিছনে কোভিড ১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, নিয়মিত ব্যবধানে হাত ধোয়ার মতো বার্তাও থাকছে। 



আরসিবি-র ট্যুইটার হ্যান্ডেলে এ ব্যাপারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স সহ সমস্ত খেলোয়াড়রাই কোভিড ১৯ অতিমারীর সময় ফ্রন্টলাইন কর্মীদের অবদান ও তাঁদের প্রতি সমর্থনের জানিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। 


আরসিবি তাদের ট্যুইটে লিখেছে, সংযুক্ত আরব আমিরশাহিতে আমরা আমাদের প্রথম ম্যাচ অত্যন্ত গর্বের সঙ্গে নীল জার্সি পরে খেলতে নামব। কোভিড অতিমারীর সময় যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন, তাঁদের সম্মান জানাতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই ফ্রন্টলাইন যোদ্ধাদের পিপিই কিটের রং নীল। তাই আমরা এই রঙের জার্সি পরেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি। কোভিড অতিমারীর সময় দিনরাত পরিশ্রম করে যাঁরা মানুষের প্রাণ বাঁচিয়েছেন, সেই ফ্রন্টলাইন যোদ্ধাদের আমাদের সম্মান জানানোর প্রতীক এই জার্সি। 


উল্লেখ্যস আরসিবি বেশ কিছু সময় ধরেই পরিবেশ রক্ষার বিষয়টি তুলে ধরে সবুজ জার্সি পরে এসেছে। গত কয়েকটি মরশুমে আরসিবি তাদের গো গ্রিন প্রচারের অঙ্গ হিসেবে সবুজ জার্সি পরে আইপিএলের একটি ম্যাচ খেলেছে।