সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: হুগলির রিষড়ায় সাত সকালে শ্যুটআউট (Shootout)। পুলিশ সূত্রে খবর, রিষড়ার এস কে নগর এলাকার বাসিন্দা মিথিলেশ কুমার যাদব আজ সকালে বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর হামলা হয়। ওই ব্যবসায়ীর বাড়ির কাছেই দুটি মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল চার যুবক। মিথিলেশ বেরোতেই তাঁকে পিছন থেকে গুলি করে চম্পট দেয় অভিযুক্তরা। ওই যুবকের কোমরে গুলি লাগে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলাকার কয়েকজনের টাকাপয়সা নিয়ে সম্প্রতি বিবাদ হয়েছিল আহত যুবকের। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে বাঁশদ্রোণীর সোনালি পার্ক। এরপর রবিবার রাতে শেক্সপিয়র সরণি থানা এলাকা। গত কয়েকদিনে খাস কলকাতার একাধিক এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটেছে। এবার কলকাতা ছাড়িয়ে শ্যুটআউটের ঘটনা ঘটল জেলায়। হুগলির রিষড়ায় গুলিবিদ্ধ হলেন দুধ ব্যবসায়ী। গুলিবিদ্ধ বছর ৩০-এর মিথিলেশ কুমার যাদবের অভিযোগ, মঙ্গলবার সকাল সোয়া নটা নাগাদ রিষড়ার এসকে নগর এলাকায় নিজের খাটাল থেকে বেরোচ্ছিলেন তিনি। অভিযোগ, সেইসময় পিছন থেকে গুলি চালায় এক দুষ্কৃতী। তাঁর কোমরে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান এই যুবক। তাঁর চিত্কার শুনে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এরপর স্থানীয়রাই তাঁকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে হিন্দমোটরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: Jalpaiguri: অজানা জ্বরে জলপাইগুড়ি সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু
কিন্তু কী কারণে তাঁর ওপর হামলা হল, তা বুঝতে পারছেন না আক্রান্ত যুবক। মিথিলেশ কুমার যাদব বলেন, "কেন গুলি চালাল বুঝতে পারছি না। আমার সঙ্গে কারও কোনও শত্রুতা নেই।'' আক্রান্তের প্রতিবেশী অমৃত যাদব বলেন, চিত্কার শুনে আমরা ছুটে আসি। কী কারণে গুলি চালিয়েছে বলতে পারব না। ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। এদিন ঘটনাস্থলে যান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ৩-৪ দিন আগে টাকাপয়সা নিয়ে আক্রান্ত যুবকের সঙ্গে এলাকারই কয়েকজনের বচসা হয়েছিল। তার জেরেই এই হামলা কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Howrah: বৃদ্ধার গলার নলি কেটে খুন, পাতকুয়া থেকে দেহ উদ্ধার