আবুধাবি: তাঁর নেতৃত্ব ছাড়ার ঘোষণাই কি কাল হল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের ২৪ ঘণ্টা আগেই জানিয়েছিলেন যে পরের মরসুমে আর আরসিবির অধিনায়ক থাকবেন না তিনি। এরপরের দিনই কেকেআরের বিরুদ্ধে লজ্জার হার। তবে বিরাট কোহলি এই হার থেকেই শিক্ষা নিতে চাইছেন। 


সোমবার নাইটদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৯২ রানে অল আউট হয়ে যায় আরিসিবি। বিরাট নিজেও রান পাননি। খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফেরেন এবি ডেভিলিয়ার্স। অল্প রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মর্গ্যান বাহিনী। ম্যাচের পর বিরাট বলেন, 'কোলাপ্স করে গিয়েছি আমরা। এটা আমাদের জন্য ওয়েক আপ কল। আমাদের এখান থেকেই শিক্ষা নিতে হবে। কী করতে হবে আমাদের তা সবাই বুঝতে পারছে। কোথায় ভুল হচ্ছে, তা শুধরে নিতে হবে।' 


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে আইপিএলে দুশোতম ম্য়াচ খেললেন কোহলি। কোনও একটি দলের হয়ে আইপিএলে দুশো ম্যাচ খেলে ফেললেন কোহলি। যে নজির আর কারও নেই। মজার ব্যাপার হল, আইপিএলে কোহলি তাঁর প্রথম ম্যাচটি খেলেছিলেন কেকেআরের বিরুদ্ধেই। সোমবার যাদের বিরুদ্ধে দুশোতম ম্য়াচটিও খেললেন কোহলি। তবে বিরাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণাই কি কোনও নেতিবাচক প্রভাব ফেলল আরসিবি শিবিরে? আরসিবি অধিনায়ক বলেন, 'এই নিয়ে তর্ক হতেই পারে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে ও পেশাদার দল হিসেবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।'


উল্লেখ্য, গত ১৬ অগাস্ট বিরাট আরও একটি ঘোষণা করেছিলেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ির ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিতে চলেছেন তিনি। আর নাইট ম্যাচের আগে আরসিবির নেতৃত্ব ছাড়ার বিষয়ও ঘোষণা করেছিলেন বিরাট। তবে ব্যাট হাতে কোহলির দুশোতম ম্যাচ সুখকর হল না। কারণ, বাউন্ডারি মেরে শুরু করলেও, মাত্র ৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে এলবিডব্লিউ হয়ে গেলেন বিরাট। প্রসিদ্ধ কৃষ্ণর চকিতে ভেতরে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি। রিভিউ নিলেও লাভ হয়নি। তৃতীয় আম্পায়ারও কোহলিকে আউট ঘোষণা করেন।