চেন্নাই: তাঁর সুপারহিট সিনেমা রয়েছে এই শহরের প্রেক্ষাপটে। আইপিএলে তাঁর দলের প্রথম ট্রফি? সেও তো এই দক্ষিণী শহরের মাটিতেই। সেই চেন্নাইয়েই এবারের আইপিএলে অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। আর চেন্নাই এক্সপ্রেসের সুপারস্টার শাহরুখ খান দলের জয়ে উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় প্রশংয়াস ভরিয়ে দিলেন দলকে।


শাহরুখ ট্যুইট করে লিখেছেন, 'আইপিএলে আমাদের একশোতম জয়। দারুণ লাগছে। খুব ভাল খেলেছো ছেলেরা। প্রসিদ্ধ কৃষ্ণ, দীনেশ কার্তিক, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, হরভজন সিংহ (অল্প সময়ের জন্য তোমাকে দেখলেও ভাল লাগল), শাকিব আল হাসান, প্যাট কামিন্স প্রত্যেকে দারুণ খেলেছো। আসলে গোটা দলটাই ভাল খেলেছে।'


রবিবার টস জিতে এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কেকেআরের দুই ওপেনার শুভমন গিল ও শুরুটা ভাল করেন। ওপেনিং পার্টনারশিপে পঞ্চাশ রান উঠে যায়। এরপর শুভমন আউট হলেও থামানো যায়নি রানাকে। ৫৬ বলে ৮০ রান করেন তিনি। দিল্লির ব্যাটসম্যান মারেন ৯টি চার ও ৪টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত দেন রাহুল ত্রিপঠি। ২৯ বলে ৫৩ রান করেন রাহুল। শেষ দিকে চালিয়ে খেলে ৯ বলে ২২ রান করে অপারিজত ছিলে দীনেশ কার্তিক। ২০ ওভারে কেকেআর তোলে ১৮৭/৬।



জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনাকে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। তবে পাল্টা লড়াই শুরু করেন জনি বেয়ারস্টো ও মণীশ পাণ্ডে।  দুজনই হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত অবশ্য ১৭৭/৫ স্কোরেই আটকে যায় হায়দরাবাদ। ১০ রানে জয়ী হয় কেকেআর। প্রথম ম্যাচেই দু'পয়েন্ট ঘরে তুলেছে কেকেআর।


রবিবার চিপকে কেকেআরের ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ ৷ জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করেছে শাহরুখ খানের দল ৷ এ বছর নাইটদের দলে নতুন সদস্য হরভজন সিংহ ৷ এদিন প্রথম ওভারেই অভিজ্ঞ ভাজ্জির হাতে বল তুলে দেন নাইট অধিনায়ক অইন মর্গ্যান ৷ গোটা ম্যাচে মাত্র এক ওভারই বল করেছেন হরভজন ৷ কিন্তু তাতেই মুগ্ধ বলে জানিয়েছেন নাইট অধিনায়ক ৷