চেন্নাই: অতিমারির জেরে জীবনর বিপর্যস্ত। কর্মহীন বহু মানুষ। অনেককে আবার পেশা বদলে ফেলতে হয়েছে।
তার মধ্যে যে নিজেদের পছন্দের খেলা অর্থাৎ ক্রিকেট চালিয়ে যেতে পারছেন, তার জন্য ভাগ্যকে ধন্যবাদ দিলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক জানিয়ে দিলেন, করোনায় সব যখন ওলট পালট হয়ে গিয়েছে, তখন নিজেদের পছন্দের কাজ করতে পারছেন বলে তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করেন।
শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে মুম্বই। তার ঠিক আগে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে রোহিতের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বলেছেন, 'অনেক মানুষ খুব কঠিন সময়র মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। যেটা পছন্দের কাজ সেটা হয়তো করতে পারছেন না। আমরা সেদিক থেকে ভাগ্যবান। যা পছন্দ করি, অন্তত সেটা করতে পারছি। আমি অন্তত ক্রিকেট খেলতে পারছি যে কাজটা আমি সবচেয়ে পছন্দ করি। তাতে যদি জৈব সুরক্ষা বলয়ে আমাদের একটু মানিয়ে নিতে হয়, হবে। চেষ্টা করতে হবে কী করে জৈব সুরক্ষা বলয়ে আমাদের সেরা সময়টা বার করে নিতে পারি।'
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বলেছেন, 'কিছু ক্রিকেটারকে নতুন করে জানতে পারছি যারা আগে সাধারণত ঘরের বাইরে বেরোত না। আমরা একটা টিম রুম তৈরি করেছি যেখানে একে অপরের সঙ্গে দেখা করি। কথা বলি। যে ভাবে সবাই একে অপরের সঙ্গে মিশছে তাতে দলের বাঁধুনি আরও পোক্ত হচ্ছে।'
রোহিতের কথায় উঠে এসেছে গত ছ’মাসের কঠিন সময়ও। বলেছেন, 'আইপিএলে চোট পেয়েছিলাম। তারপর হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিট হতে অনেকটা সময় লাগল। যে কারণে অস্ট্রেলিয়ায় কঠিন সফরে বেশ কিছু ম্যাচে খেলতে পারলাম না। কিন্তু গোটা বিশ্ব দেখেছে সেখানে আমরা কেমন খেলেছি। তরুণ ক্রিকেটারেরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে। তারপর নিজের দেশে ইংল্যান্ডকে সব ফর্ম্যাটে হারালাম। সেখানেও প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে দেখে ভাল লেগেছে।'