সুনীত হালদার, হাওড়া: শনিবার চতুর্থ দফা ভোট। হাওড়ার নটি আসনে ভোটগ্রহণ হবে এই পর্বে। সুষ্ঠুভাবে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র থেকে ইভিএম মেশিন বিভিন্ন বুথে নিয়ে যাওয়া হচ্ছে।


জেলার ৯ টি আসনের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার অর্ন্তগত সাতটি বিধানসভা কেন্দ্র এবং গ্রামীণ পুলিশ এলাকার মধ্যে দুটি কেন্দ্র আছে । হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে খবর শহর এলাকার প্রত্যেকটি বুথের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুথে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। হাওড়া জেলায় মোট ১৬ টি বিধানসভা, যার মধ্য়ে তৃতীয় দফায় ৭টি আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে।


শহর এলাকায় মোট বুথ সংখ্যা ২৪৩৫, যার মধ্যে ১৪০০ বুথই স্পর্শকাতর। বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে রাজ্য পুলিশও। শুধুমাত্র শহর এলাকার জন্য ১০৩ কোম্পানি এবং গ্রামীণ এলাকার জন্য ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। এর পাশাপাশি পাঁচ হাজার রাজ্য পুলিশ থাকবে।


গ্রামীণ এলাকার জন্য আরও ১৫০০ পুলিশ দায়িত্বে থাকবে। শহরে ৯৯ টি কুইক রেসপন্স টিম, ১৬ টি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৪০ মোবাইল ভ্যান থাকবে। অতি স্পর্শকাতর বুথগুলোতে পরিস্থিতির ওপর নজরদারি করতে শহরে তিনটি ড্রোন ও গ্রামীণ এলাকায় একটি ড্রোন ব্যবহার করা হবে।


পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু এলাকাতে গন্ডগোল হতে পারে বলে চিহ্নিত করা হয়েছে। গ্রামীণ এলাকার জন্য ৩৫ টি কুইক রেসপন্স টিম এবং ১৫ টি রেসপন্স টিম থাকবে।


জেলার ৯ টি কেন্দ্রে বুথ সংখ্যা ৩১২৪, প্রার্থী সংখ্যা ৯৩, ভোটার সংখ্যা ২২ লক্ষ ৬২ হাজার ১৭ জন। গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ভোট কর্মীসংখ্যা ১৪ হাজার ৯৯৬ জন। আর রিজার্ভে আছেন ৬৭০ জন।


ঝলকে চতুর্থ দফায় হাওড়ার ভোট-


মোট আসন-৯


যে যে আসনে ভোট- উত্তর হাওড়া, বালি, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড়, উলুবেড়িয়া পূর্ব।