মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চতুর্দশ মরশুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, আইপিএল ২০২১০-এর আইপিএলের জন্য খেলোয়াড়দের নিলাম হতে পারে আগামী ১১ ফেব্রুয়ারি। এর আগে ২১ জানুয়ারির মধ্যে সমস্ত দলগুলিকে তাদের রিটেন ও রিলিজ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। এরইমধ্যে জানা গেছে, মুম্বই ইন্ডিয়ান্স তাদের কয়েকজন খেলোয়াড়কে রিলিজ করতে পারে। এখন দেখে নেওয়া যাক, মুম্বই ইন্ডিয়ান্স কোন খেলোয়াড়দের রিলিজ করতে পারে।
গত সিজনে অর্থাৎ আইপিএল ২০২০-তে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে আইপিএলে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সকেই সবচেয়ে ভারসাম্যযুক্ত ও শক্তিশালী টিম হিসেবে দেখিয়েছে। এ সত্ত্বেও আগামী মরশুমের আগে তারা কয়েকজন খেলোয়াড়কে রিলিজ করতে পারে।এই তালিকায় যাঁরা রয়েছেন, তাঁরা হলেন-
১. ক্রিস লিন
মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২০-র নিলামে অস্ট্রেলিয়ায় এই বিধ্বংসী ব্যাটসম্যানকে ২ কোটি টাকায় কিনেছিল। কিন্তু দলে রোহিত শর্মা ও কুইন্টন ডি কক থাকায় একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড়। এজন্য মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট আগামী মরশুমের আগে তাঁকে রিলিজ করতে পারে।
২. লাসিথ মালিঙ্গা
শ্রীলঙ্কার অভিজ্ঞ ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ব্যক্তিগত কারণে আইপিএল ২০২০-তে খেলেননি। তাঁর বয়সও হয়েছে। এছাড়াও দলে রয়েছেন বেশ কয়েকজন জোরে বোলার। এজন্য মালিঙ্কাকে এবার ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।
৩. শেরফেন রাদারফোর্ড
ওয়স্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে মুম্বই ইন্ডিয়ান্স গত মরশুমে ট্রেড উইন্ডোতে দলে সামিল করেছিল মু্ম্বই ইন্ডিয়ান্স। ২০১৯-এর আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন তিনি। ২০২০-এর আইপিএলে অবশ্য একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। আসন্ন মরশুমের আগে তাঁকে রিলিজ করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।
উল্লেখ্য, ২০২০-র আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান। করোনাভাইরাস অতিমারীর কারণে এবারের আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। ২০১৯-এও ট্রফি জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
IPL 2021 Updates: নিলামের আগে এই খেলোয়াড়দের রিলিজ করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2021 10:05 PM (IST)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চতুর্দশ মরশুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, আইপিএল ২০২১০-এর আইপিএলের জন্য খেলোয়াড়দের নিলাম হতে পারে আগামী ১১ ফেব্রুয়ারি। এর আগে ২১ জানুয়ারির মধ্যে সমস্ত দলগুলিকে তাদের রিটেন ও রিলিজ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -