নয়াদিল্লি: এবারের আইপিএল-এর সূচি ঘোষণা করেছে বিসিসিআই। করোনা পরিস্থিতির কারণে এবার ম্যাচের কেন্দ্র কমে হয়েছে ৬। কলকাতা, দিল্লি, মুম্বই, আমদাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু-দেশের এই ৬ শহরে হবে আইপিএল-এর ম্যাচগুলি। এবার কোনও দলই ঘরের মাঠে লিগ পর্যায়ের ম্যাচগুলি খেলার সুযোগ পাবে না।


বিসিসিআই-এর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তিনি বিসিসিআই-কে ই-মেল করে মোহালিতে ম্যাচ দেওয়ার দাবি জানিয়েছেন। মুম্বইয়ে করোনা সংক্রমণ বেড়ে চলার পরেও সেখানে ম্যাচ দিয়েছে বিসিসিআই। অথচ পঞ্জাবে কোনও খেলা দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘আমি বিসিসিআই-কে লিখেছি, মুম্বইয়ে যেখানে রোজ ৯ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, সেখানে যদি ম্যাচ দেওয়া যায়, তাহলে মোহালি কী দোষ করল? আমরা প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেব।’


বিসিসিআই-এর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, করোনা পরিস্থিতি নয়, কৃষক আন্দোলনের কারণেই পঞ্জাবে এবারের আইপিএল-এর কোনও ম্যাচ দেওয়া হয়নি। আন্দোলনকারী কৃষকরা যাতে স্টেডিয়ামে গিয়ে বিক্ষোভ দেখাতে না পারেন, সেটা নিশ্চিত করার জন্যই পঞ্জাব থেকে ম্যাচ সরানো হয়েছে।


এ বিষয়ে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘মোহালিতে আইপিএল-এর ম্যাচে আন্দোলনকারী কৃষকরা বিঘ্ন ঘটান, সেটা আমরা চাই না। কারণ, সেটা হলে সারা বিশ্বের সংবাদমাধ্যমের নজরে আসবে। আমরা সেই ধরনের পরিস্থিতি চাই না। উত্তর ভারতের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই মোহালিকে আইপিএল-এর কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়নি।’