মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচারে নামলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শাসকদলের দাবি, গতবার এই কেন্দ্রে পরাজিত হলেও এবার তাদের জয় নিশ্চিত। উল্টোদিকে বিজেপির পাল্টা জবাব, এবারও দ্বিতীয় হতে হবে তৃণমূলকে।


শুক্রবার ঘোষণা হয়েছে প্রার্থীর নাম। আর সোমবার শুরু হল প্রচার। এদিন পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘিতে দেওয়াল লিখন শুরু করলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে চলছে প্রচার। ২০১১-তে পরিবর্তনের বছরে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু, ২০১৬-র ভোটে সিপিএম প্রার্থীর কাছে হেরে যায় তৃণমূল। সেবারও প্রার্থী ছিলেন প্রদীপ মজুমদার। তবে এবার তাদের জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তৃণমূল শিবির। কর্মীদের দাবি, এবার তৃণমূলই জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন করেছেন ৷


প্রদীপ মজুমদার বর্তমানে রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা। জানা গেছে, সেই পদ থেকে ইস্তফা দিয়ে, কয়েকদিনের মধ্যেই দুর্গাপুরে আসবেন তিনি। পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় জানান, ‘‘বিভিন্ন পদে আছেন, সেইসব পদ থেকে পদত্যাগ করে আশাকরি কয়েকদিনের মধ্যে দুর্গাপুরে আসবেন ৷’’


তবে বিজেপির দাবি, যতই প্রচার করুক এবারও দুর্গাপুর থেকে খালি হাতে ফিরতে হবে তৃণমূলকে। কাঁকসা মণ্ডলের বিজেপি সভাপতিু ভগীরথ ঘোষ বলেন, ‘‘মানুষ ঠিক করে ফেলেছে আমাদের ভোট দেবে, তৃণমূল আবার হারবে, দুর্গাপুরে আমরাই জিতব ৷’’


সপ্তম দফায় ২৬ এপ্রিল দুর্গাপুর পূর্ব কেন্দ্রে ভোট। গণনা ২ মে।