নয়াদিল্লি: আইপিএলের দ্বিতীয় পর্বে আজ প্রথম ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। কোন দল জিতবে এবারের টুর্নামেন্ট, তা জানা যাবে ৩১ ম্যাচ পরেই। কিন্তু তার আগেই বীরেন্দ্র সহবাগ তাঁর পছন্দের দল বেছে নিলেন। প্রাক্তন ভারতীয় ওপেনার মনে করেন মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের এবার টুর্নামেন্টে জয়ের সুযোগ রয়েছে। পাঁচবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রোহিত বাহিনীকে কিছুটা এগিয়ে রাখছেন বীরু। 


কোভিডের হানায় মে মাসে স্থগিত করে দেওয়া হয়েছিল আইপিএলের প্রথম পর্ব। এরপর চার মাস পরে ফের টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। তবে এবার আমিরশাহিতে হচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম পর্বে ২৯ ম্যাচ খেলা হয়েছিল। এখ সাক্ষাৎকারে নজফগড়ের নবাব বলেন, 'দুবাই, আবুধাবিতে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব চলে যাওয়ার পর থেকেই আমি দিল্লি ও মুম্বইকে টুর্নামেন্টের জন্য এবার ফেভারিট বেছে নিয়েছি। মুম্বই কিছুটা এগিয়ে রয়েছে টুর্নামেন্টে।'


৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে চার নম্বরে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। সহবাগ আরও বলেন, 'দেশের মাটিতে চেন্নাইয়ের গড় রান ২০১। কিন্তু যদি আমিরশাহি, দুবাইয়ের মাটিতে খেলা হয়, তবে সেখানে চেন্নাইয়ের ব্য়াটিং নিয়ে আমার সন্দেহ রয়েছে। তাদের ব্যাটিং লাইন আপ কতটা জ্বলে উঠতে পারবে সেই পিচে তা নিয়ে সন্দিহান আমি। তাই আমাকে যদি একটাই দল বেছে নিতে বলা হয়, তবে আমি মুম্বইকেই বাছব।'


আরও পড়ুন: সব বিভাগই প্রচণ্ড শক্তিশালী, এবারও আইপিএল জয়ের অন্যতম দাবিদার মুম্বই ইন্ডিয়ান্স


রোহিত শর্মার দল যথেষ্ট শক্তিশালী। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগও বিপক্ষ দলগুলিকে চাপে ফেলে দেওয়ার মতো। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা অধিনায়ক রোহিত শর্মা, ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরেন পোলার্ড, ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্সের টপ অর্ডার দারুণ শক্তিশালী। রোহিত ফর্মে আছেন। ইংল্যান্ড সফরে তিনিই ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। শ্রীলঙ্কার বিরুদ্ধ দক্ষিণ আফ্রিকার সিরিজে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন কুইন্টন ডি কক। তিনি এখন টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ১০ জন ব্যাটসম্যানের তালিকায় আছেন। মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, পোলার্ড, হার্দিকের মতো বিগ হিটাররা আছেন। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার ও ঈশান। ফলে তাঁরা আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখিয়ে টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার চেষ্টা করবেন।


আইপিএল শুরুর ঠিক আগে কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স। তাঁর কাঁধে অস্ত্রোপচারও করতে হয়। বাধ্য হয়ে আইপিএলে পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। তাঁর নেতৃত্বে দিল্লি নজরকাড়া পারফরম্যান্স করেছিল। তবে করোনার ধাক্কায় আইপিএল বন্ধ হয়ে যায়। সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় তথা শেষ পর্ব। কাঁধের অস্ত্রোপচারের পর ফিট শ্রেয়সও। তিনি দলের আগে দুবাই পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছিলেন। অনেকেই ধরে নিয়েছিলেন যে, শ্রেয়সকেই ফের অধিনায়ক হিসাবে দেখা যাবে দলে। কিন্তু শেষ পর্যন্ত পন্থের নেতৃত্বেই আস্থা রেখেছে দিল্লির টিম ম্যানেজমেন্ট।