কলকাতা: যেকোনও জায়গায় এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে আধার (Aadhaar) কার্ডকেই ধরা হয়। বেড়াতে যাওয়া থেকে চাকরির আবেদন কিংবা বাড়ি ভাড়া নিতে গেলেও আধার কার্ড বা আধার তথ্য সবথেকে জরুরি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের পক্ষ থেকেই নিজের আধার তথ্য সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্যান কার্ড কিংবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো আধাব কার্ডও বহন করা খুবই সহজ। এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া বা (UIDAI) আধার কার্ড বহনের ক্ষেত্রে আরও সহজ করে দিল। এবার সঙ্গে রাখতে পারবেন পিভিসি আধার কার্ড। পাশাপাশি এই পিভিসি আধার কার্ড পৌঁছে যাবে আপনার বাড়িতেও।
কী এই পিভিসি আধার কার্ড?
পিভিসি আধার কার্ড অনেকটা এটিএম কার্ডের মতো দেখতে। যা খুব সহজেই আপনি সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন। যেকোনও প্রয়োজনে যাতে আপনি পরিচয় নিয়ে কোনও বিপদে না পড়ে যান, তার জন্যই পকেট সাইজ আধার কার্ড এসে গিয়েছে। এই পিভিসি আধার কার্ডে আপনার আধারের সমস্ত তথ্যই থাকছে। ১২ সংখ্যার আধার আইডি থেকে নাম, ঠিকানা এবং ছবিও। ফলে যেকোনও প্রয়োজনে আপনি এই পিভিসি আধার কার্ড ব্যবহার করতে পারবেন।
আধার কার্ড হোল্ডাররা খুব সহজেই পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে এর জন্য আপনাকে ৫০ টাকা খরচও করতে হবে।
পিভিসি আধার কার্ড বাড়ি বসেই পেতে হলে কী করতে হবে?
১. প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ - এ যেতে হবে।
২. এবার 'My Aadhaar Section'-এ গিয়ে 'Order Aadhaar PVC' অপশনে ক্লিক করতে হবে।
৩. পরবর্তী একটি পেজ খুলে যাবে। সেখানে আপনাকে ১২ সংখ্যার আধার নম্বর বা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি দিতে হবে।
৪. এবার আপনার কাছে OTP আসবে ভেরিফিকেশনের জন্য।
৫. OTP ভেরিফিকেশন হয়ে গেলেই আপনি আপনার পিভিসি আধার কার্ডটি দেখতে পাবেন।
৬. এবার আপনাকে অনলাইনের মাধ্যমে ৫০ টাকা দিতে হবে।
৭. পরবর্তী পেজে গেলেই আপনার পিভিসি আধার কার্ড অর্ডারের প্রক্রিয়া শেষ হবে।
স্পীড পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় চলে আসবে পিভিসি আধার কার্ড।