জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার যুব দল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup) কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে খেতাবের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) চারটি ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি করে চমকে দিয়েছেন সকলকে। এবি ডি'ভিলিয়ার্সকে আদর্শ করে এগিয়ে চলা ব্রেভিস ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে বেবি এবি নামে পরিচিত হয়ে উঠেছেন।


ঠিক এভাবেই জুনিয়র পর্যায়ে ক্রিকেট খেলার সময় থেকেই ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত হয়েছিলেন বিরাট কোহলি। এবার যুব বিশ্বকাপের আসরে নজর কাড়া ডেওয়াল্ড ব্রেভিসকে কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে দেখার প্রবল ইচ্ছা প্রকাশ নেটিজেনদের।


কোহলি ও ডি'ভিলিয়ার্স দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সিতে একসঙ্গে আইপিএল খেলেছেন। ডি'ভিলিয়ার্সের পদাঙ্ক অনুসরণ করেন যিনি, তাঁর প্রিয় আইপিএল দল যে আরসিবিই হবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বিশ্বকাপে ঝড় তোলার পর ডেওয়াল্ড ব্রেভিসের পুরনো একটি ছবি হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়, যেখানে তাঁকে আরসিবির জার্সি পরে থাকতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ব্যাঙ্গালোরের সমর্থকরা চাইছেন, ডি'ভিলিয়ার্সের মতোই বেবি এবি কোহলির সঙ্গে আরসিবির হয়ে মাঠে নামুন।


আইপিএলের (IPL 2022) নিলাম নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসার কথা মেগা নিলাম। যুযুধান দশটি দল নিলামের নকশা সাজাতে শুরু করে দিয়েছে।


এরই মধ্যে বড় ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নিলাম থেকে কোন ক্রিকেটারকে কেনা হবে, কার জন্য দর কষাকষি করা হবে, তা ঠিক করে দিতে পারবেন সমর্থকেরাও!


বৃহস্পতিবার সেরকমই ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (KKR)। শাহরুখ খান-জুহি চাওলার দলের তরফে ইউটিউব লাইভে এসে কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর ও অন্যতম মেন্টর অভিষেক নায়ার জানান, দলের তরফে একটি মক অকশন আয়োজন করা হবে । সেখানে অংশ নিতে পারবেন নাইট ভক্তরা । ক্রিকেটার কেনা নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন।  মোট ৩০ জন ভক্তকে মক অকশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে । তাঁদের মধ্যে থেকে তিনজন সুযোগ পাবেন নিলামের আগে কেকেআরের থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে নিজেদের মত বিনিময় করার ।