কলকাতা: আইপিএল ২০২২ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার টি ২০ লিগের পঞ্চদশ আসর। ২০০৭-এ প্রথম টি ২০ বিশ্বকাপে ভারতের জয়ের পর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবা হয়েছিল। পরের বছর ২০০৮-এ আটটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আইপিএল শুরু হয়েছিল। তারপর থেকেই আইপিএলে অংশ নিচ্ছেন বিশ্বের প্রথমসারির ক্রিকেটাররা। সারা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় টি ২০ টুর্নামেন্ট হয়ে উঠেছে আইপিএল। টুর্নামেন্টে পাঁচবার চ্যাম্পিয়ান হওয়ার সুবাদে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। এরপরেই রয়েছে চেন্নাই সুপারকিংস।মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল গত আইপিএলের চ্যাম্পিয়ন। 

আইপিএল ২০২১ জয়ী দল- চেন্নাই সুপার কিংস২০২১ আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ২০২১-র ১৫ অক্টোবরের ওই ম্যাচে সিএসকে কেকেআর-কে ২৭ রানে হারিয়ে দিয়েছিল। দুবাইতে আয়োজিত এই ম্যাচে  চেন্নাই প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯২ রান করে। কেকেআর ৯ উইকেটে ১৬৫ রানে থেমে যায়। ফলে তাদের ২৭ রানে হারতে হয়।  এই আইপিএলে ৩২ উইকেট নিয়ে পার্পেল ক্যাপ জিতেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল পটেল। 

আইপিএল ২০২০ জয়ী দল-মুম্বই ইন্ডিয়ান্সএই নিয়ে পরপর দুবার এবং সবমিলিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনাল ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। মুম্বই এই ম্যাচ পাঁচ উইকেটে জিতেছিল। মুম্বই ওই বছর পেটিএম ফেয়ারপ্লে পুরস্কারও জিতেছিল। 

আইপিএল ২০১৯ জয়ী দল- মুম্বই ইন্ডিয়ান্স২০১৯-র আইপিএলের ফাইনালের মহারণে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষ বল পর্যন্ত গড়িয়েছিল। মালিঙ্গার অফ কাটারে এক রান নিয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শার্দুল ঠাকুরের চেষ্টা ভেস্তে গিয়েছিল। এই নিয়ে চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। 

আইপিএল ২০১৮ জয়ী দল-চেন্নাই সুপার কিংসদুইবারের বেশি খেতাব জয়ের ক্ষেত্রে আইপিএলে দ্বিতীয় দল হয়েছিল চেন্নাই। অম্বাতি রায়ডু ও শেন ওয়াটসন ছিলেন চেন্নাইয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ধোনি বেশিরভাগ ম্যাচেই ফিনিসারের ভূমিকা পালন করেন। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। 

আইপিএল ২০১৭ জয়ী দল-মুম্বই ইন্ডিয়ান্সআইপিএলের প্রথম দল হিসেবে দুবারের বেশি খেতাব জয়ের ইতিহাস গড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা প্রথমবার ২০১৩ ও দ্বিতীয়বার ২০১৫-তে জিতেছিল। রাইজিং পুনে সুপারজায়েন্সের বিরুদ্ধে মুম্বইয়ের জয়ের ব্যবধান ছিল মাত্র ১ রান। 

আইপিএল ২০১৬ জয়ী দল-সানরাইজার্স হায়দরাবাদসানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারিয়ে দিয়েছিল। অধিনায়ক হিসেবে ওই মরশুমে দুরন্ত পারফর্ম করেছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ওই ম়রশুম দর্শকদের মনে রয়েছে অধিকাংশ ম্যাচে আরসিবি-র হয়ে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের অনবদ্য জুটির জন্য। 

আইপিএল ২০১৫ জয়ী দল-মুম্বই ইন্ডিয়ান্সসিএসকে ও কেকেআরের পর তৃতীয় দল হিসেবে একবারের বেশি ট্রফি জয়ের নজির গড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। 

আইপিএল ২০১৪ জয়ী দল- কলকাতা নাইট রাইডার্সদ্বিতীয় দল হিসেবে দ্বিতীয়বার আইপিএল জয়ের কৃতিত্ব অর্জন করেছিল কেকেআর। ১৯৯ রান তাড়া করে জয়ী হয়েছিল কলকাতা। কিংস ইলেভেন পঞ্জাবকে ফাইনালে হারিয়েছিল কেকেআর। দুরন্ত ৯৪ রান করেছিলেন মণীশ পান্ডে।

আইপিএল ২০১৩ জয়ী দল-মুম্বই ইন্ডিয়ান্সরোহিত শর্মার নেতৃত্বে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। 

আইপিএল ২০১২ জয়ী দল- কলকাতা নাইট রাইডার্স

ফাইনালে কলকাতা নাইট রাইডার্স আগের বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ১৯০ রান তাড়া করে ফাইনালে জয়ী হয়েছিল। ৪৮ বলে ৮৯ রান করে জয়ের নায়ক ছিলেন বিসলা। 

আইপিএল ২০১১ জয়ী দল-চেন্নাই সুপার কিংস

টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। শক্তিশালী আরসিবি-কে হারিয়ে খেতাব ধরে রেখেছিল চেন্নাই।

আইপিএল ২০১০ জয়ী দল-চেন্নাই সুপার কিংস

প্রথম মরশুমে হাতছাড়া হওয়ার পর প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছিল চেন্নাই। 

আইপিএল ২০০৯ জয়ী দল-ডেকান চার্জার্স

অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বাধীন ডেকান চার্জার্স দ্বিতীয় আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।  হার্শেল গিবস, অ্যান্ড্রু সাইমন্ডস, তরুণ রোহিত শর্মার মতো হার্ড হিটার সমৃদ্ধ দল আরসিবি-কে হারিয়ে ট্রফি জিতেছিল। টুর্নামেন্টে ১৮ উইকেট নিয়ে প্রজ্ঞান ওঝা ডেকানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আইপিএল ২০০৮ জয়ী দল- রাজস্থান রয়্যালসআইপিএলের প্রথম সংস্করণে জয়ী দল শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। শেন ওয়াটসন, গ্রেম স্মিথ, ইউসুফ পঠানদের নিয়ে গড়া দল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিল।