মুম্বই: আইপিএলের (IPL 2022) প্রস্তুতি নিয়ে বিসিসিআই (BCCI) ও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) কর্তাদের সঙ্গে বৈঠক করল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। আজ এই বৈঠকে ছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) ও একনাথ শিন্ডে (Eknath Shinde)। এই বৈঠকে আইপিএল আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর আরও বৈঠক হবে বলে জানা গিয়েছে।


বৈঠকের পর ট্যুইট করে আদিত্য ঠাকরে জানিয়েছেন, ‘আইপিএল যাতে ভালভাবে আলোচনা করা যায়, সেটা নিশ্চিত করার জন্য আজ আমি ও একনাথ শিন্ডেজি আইপিএলের বৈঠকে যোগ দিই। এই বৈঠকে বিসিসিআই, পুলিশ, মুম্বই, ঠানে ও নভি মুম্বই পুরসভার কর্তারা ছিলেন। পুণেতে আইপিএল আয়োজন নিয়ে খুব তাড়াতাড়ি বৈঠক হবে। এই বৈঠকের নেতৃত্বে থাকবেন ডিসিএম। আমাদের সব শহরেই যাতে ভালভাবে আইপিএল আয়োজন করা যায়, সেটা নিশ্চিত করার জন্যই বৈঠকের আয়োজন করা হচ্ছে।’


আদিত্য ঠাকরে আরও বলেছেন, ‘আইপিএল যাতে বিদেশে না হয়, সেটা নিশ্চিত করার জন্যই মহারাষ্ট্রে আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দেশ তথা মহারাষ্ট্রের আর্থিক উন্নতি হবে। আইপিএল দেশের মাটিতে হওয়া ক্রিকেটপ্রেমীদের পক্ষেও ভাল।’


সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররাই ১৪-১৫ মার্চ থেকে অনুশীলন শুরু করে দিতে পারেন।


এবারের আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। আইপিএল ফাইনাল ২৯ মার্চ। এবারের আইপিএলের লিগ পর্যায়ের সব ম্যাচই হবে মহারাষ্ট্রে। মুম্বই ও পুণের চারটি আন্তর্জাতিক মানের মাঠে আইপিএলের লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ হবে। ওয়াংখেড়ে স্টে়ডিয়ামে হবে ২০টি ম্যাচ। ব্র্যাবোর্ন স্টে়ডিয়ামে হবে ১৫টি ম্যাচ। ডিওয়াই পাতিল স্টে়ডিয়ামে হবে ২০টি ম্যাচ। পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হবে ১৫টি ম্যাচ। প্লে-অফের ম্যাচগুলি কোথায় হবে, সেটা এখনও ঠিক হয়নি।


এবারের আইপিএলের গ্রুপ এ-তে আছে মুম্বই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপারজায়ান্টস।


গ্রুপ বি-তে আছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাত টাইটানস।