মুম্বই: আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। পরবর্তী মরসুমগুলোর জন্য আইপিএলে নতুনত্ব আনছে বিসিসিআই। দলের সংখ্যা বেড়ে ৮ থেকে করা হচ্ছে ১০। মাঝে দশ দলের আইপিএল হলেও ২০১৪ সাল থেকে ৮টি করে দল এই টুর্নামেন্টে অংশ নিয়ে এসেছে। এছাড়াও ক্রিকেটার কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিদের হাতে বাড়তি টাকার অনুমোদন দেওয়া হচ্ছে। ৮৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯০ কোটি টাকা করা হবে দলগুলির পার্স। প্রতি বছরই এই অঙ্কর পরিমান বেড়ে যাবে পাঁচ কোটি টাকা করে। ২০২৪ সালে যা গিয়ে দাঁড়াবে ১০০ কোটিতে। তবে প্রতিটি দলকে মোট টাকার অন্তত ৭৫% ব্যবহার করতেই হবে।
২০১১ সালে শেষবার ১০ দলের আইপিএল হয়েছিল। পরের ২ বছর ৯ দলের টুর্নামেন্ট হয়েছিল। কিন্তু ২০১৪ থেকে সংখ্যাটা ৮-এ এসে দাঁড়ায়। আইপিএলের থেকে পাওয়া মুনাফা অস্বীকার করার কোনও উপায় নেই। বিসিসিআইও তাই আগামী মরসুমে আরও ২টো দলকে টুর্নামেন্টে খেলানোর ভাবনা চিন্তা করেছে। মেগা নিলাম পর্ব আয়োজিত হতে পারে আমেদাবাদ অথবা মুম্বইয়ে।
আগামী মরসুমে নিলামের আগে প্রতিটি দল তাঁদের ৪জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এক্ষেত্রেও বিদেশি সর্বোচ্চ ২ জন ও দেশি ক্রিকেটার সর্বোচ্চ ৩ জন রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো ৫ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারত। যা এখন কমে দাঁড়াচ্ছে ৪ জন।
চলতি বছরের আইপিএল এখনও শেষ হয়নি। আগামী সেপ্টেম্বরে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব হবে আমিরশাহিতে। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে হয়ত নতুন দল নেওয়ার বিডিং প্রক্রিয়া চালু হতে পারে। সূত্রের খবর, দল নেওয়ার দৌড়ে রয়েছে বেশ কিছু নামী কর্পোরেট সংস্থা।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যেই এবারের আইপিএল দেশের মাটিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। কিন্তু টুর্নামেন্টের মাঝেই করোনা আক্রান্ত হতে থাকেন একের পর এক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এরপরই চাপে পড়ে টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচই এবার আমিরশাহিতে আয়োজিত হবে।