মুম্বই: জল্পনা চলছিলই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একাংশ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, আসন্ন আইপিএলের (IPL 2022) নতুন দল লখনউয়ের (Team Lucknow) অধিনায়ক হবেন কে এল রাহুল (KL Rahul)।


সেই জল্পনাতেই সিলমোহর পড়ল শুক্রবার। আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির পক্ষে জানানো হল, ড্রাফটিংয়ের মাধ্যমে তাঁরা যে তিনজন ক্রিকেটারকে বেছে নিয়েছেন, তাঁরা হলেন রাহুল, মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোই। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল। দলকে নেতৃত্ব দেবেন রাহুলই।


রাহুল গত মরসুমে পঞ্জাব কিংস দলের অধিনায়ক ছিলেন। যদিও পঞ্জাব তাঁর নেতৃত্বে বলার মতো কিছু করতে পারেনি। প্রীতি জিন্টার দলের ট্রফি খরাও কাটেনি। যে কারণে এবার তারা দল ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। রাহুলকে ছেড়ে দেওয়া হয়েছে। তখন থেকেই জল্পনা চলছিল যে, লখনউ দলে যোগ দিতে পারেন রাহুল। যা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হল।


আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করল আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষও। তিনি চোটের জন্য জাতীয় দলের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আধাফিট অবস্থাতেও তাঁকে দলে রাখা নিয়ে প্রবল সমালোচিত হয়েছিলেন নির্বাচকেরাও। আপাতত রিহ্যাবিলিটেশন করছেন হার্দিক পাণ্ড্য। মাঠে ফেরার অপেক্ষায় বঢোদরার অলরাউন্ডার।


আগামী আইপিএলের জন্য অবশ্য অনেক বড় দায়িত্ব পেলেন হার্দিক। আইপিএলের নতুন দল আমদাবাদ অধিনায়ক করল হার্দিককে। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে শুক্রবার রাতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হল যে, হার্দিককেই তারা দলের নেতৃত্বের দায়িত্ব দিচ্ছে।


কোহলি-বিতর্ক ড্রেসিংরুমে প্রভাব ফেলেছিল? কী বলছেন ঋদ্ধিমান?


সেই সঙ্গে জোরাল ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। শুভমন গিলকে রিটেনশন তালিকায় রাখেনি কেকেআর। শোনা গিয়েছিল যে, নাইটদের কৌশল হচ্ছে শুভমনকে রিটেন করে প্রচুর অর্থ খরচ না করে বরং নিলামে তুলে ফের কেনো। তাতে যদি কিছুটা কম দামে পাওয়া যায়। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দিল আমদাবাদ। শুভমন গিলকে তুলে নিল তারা। সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের স্পেশালিস্ট, আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানকেও দলে নিয়েছে তারা।