অমিতাভ রথ, লালগড় (ঝাড়গ্রাম): ফের বাঘ (Tiger) নিয়ে আতঙ্ক ছড়াল লালগড়ে (Lalgarh)। গত কয়েকদিন ধরেই লালগড়ের কুমীরকাটা, লক্ষ্মণপুরে পশুর পায়ের ছাপ দেখা যায়। এরই মধ্যে আজ একটি মৃত ছাগল উদ্ধার হয় গ্রাম থেকে। এরপরেই আতঙ্ক বাড়ে। যদিও পায়ের ছাপ পরীক্ষা করে বন দফতরের প্রাথমিক অনুমান, এটি বাঘের পায়ের ছাপ নয়। তাঁদের দাবি, পায়ের ছাপগুলি হায়না জাতীয় কোনও প্রাণীর।


গত পরশু অর্থাৎ বুধবারই অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। সাড়ে ৩ বছর পরে অজানা জন্তুর পায়ের ছাপে ফের বাঘের আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। নেকড়ের পায়ের ছাপ হতে পারে বলে মনে করছিল বন দফতর। তবে এদিন সকালে চাঞ্চল্য ছড়ায় যখন গ্রাম থেকে মৃত ছাগল উদ্ধার হয়। 


এর আগে ২০১৮ সালে লালগড়ে বাঘের দেখা মিলেছিল। বন দফতরের লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই বাঘের ছবি ধরা পড়েছিল। প্রায় ১ বছর পর স্থানীয় মানুষ সেই বাঘটিকে মেরে ফেলে। আবার নতুন করে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। লালগড়ের কুমীরকাটা ও লক্ষ্মণপুরে বেশ কয়েকদিন ধরে জন্তুর পায়ের ছাপ পাওয়াকে কেন্দ্র করে আতঙ্ক বেড়েছে। এবং আজ দুপুর নাগাদ একটি মৃত ছাগল পাওয়া যেতে আতঙ্ক আরও বেড়েছে। সেই ছাগলটি বড় কোনও জন্তুর আক্রমণে মৃত। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ওই পায়ের ছাপ কোনও নেকড়ে বা হায়নার হতে পারে। তবে তাঁরা সবদিকেই নজর রাখছেন। ইতিমধ্যেই পায়ের ছাপ পরীক্ষা করা হয়েছে ওই এলাকা থেকে। গোটা বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএফও। তিনি বলেছেন, 'আমরা মনে করছি যে পায়ের ছাপ পাওয়া গেছে সেটা বাঘের নয়। তবে যেহেতু এখানে আগেও বাঘের দেখা মিলেছে, তাই আমরা গোটা বিষয়ের ওপর নজর রাখছি।'


আরও পড়ুন: Jalpaiguri News: ধূপগুড়ি এলাকায় একসঙ্গে মৃত্যু একাধিক কুকুর ও পাখির, ক্ষুব্ধ এলাকাবাসী


সম্প্রতি কুলতলি বিটে বাঘ সুমারি ( Tiger Census ) শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা বন দফতর। কড়া নিরাপত্তার মধ্যে ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে ট্র্যাপ ক্যামেরা পাতার কাজ। বনবিবির পুজো দিয়ে শুরু হয় বাঘ সুমারি।  ঘণ্টা বাজিয়ে বনবিবির পুজো । দক্ষিণ রায়ের বাহনকে চিহ্নিত করতে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিটে ট্র্যাপ ক্যামেরা পাততে শুরু করলেন বনকর্মীরা। এই ট্র্যাপ ক্যামেরার নজরদারিতেই চলবে বাঘ গণনা। বন দফতর সূত্রে খবর, দেশজুড়ে বাঘ সুমারি ইতিমধ্যেই শুরু হয়েছে।