IPL 2022: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আসন্ন মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore -RCB)  দলের নেতৃত্ব করবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডুপ্লেসিস। উল্লেখ্য, এর আগে বিরাট কোহলি জানিয়েছিলেন, আইপিএলের ১৪ তম সিজনের পর নেতৃত্বভার ছাড়বেন। এ জন্য আইপিএলের ১৫ তম সিজনের জন্য অধিনায়ক হিসেবে ফাফ ডুপ্লেসিসের নাম ঘোষণা করল আরসিবি। 


উল্লেখ্য, ইতিমধ্যেই আসন্ন আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৭ মার্চ থেকে এবারের আইপিএল শুরু হচ্ছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৫ তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। 


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবারের সিজনের জন্য তিন জন খেলোয়াড়কে রিটেন করেছে। তাঁরা হলেন, বিরাট, ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজ। এই তিন মার্কি প্লেয়ার ছাড়াও ব্যাঙ্গালোরের এই ফ্র্যাঞ্চাইজি আইপিএলের মেগা নিলামে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে। ফাফ ডুপ্লেসিকে নিলামে বেশ চড়া দামে দলে নিয়েছিলেন আরসিবি-র হয়ে অংশগ্রহণকারীরা। 


আরসিবি-র কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, ফাফ ডুপ্লেসিসের নেতৃত্বদানের ক্ষমতা দলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে ব্যাটিং ডিপার্টমেন্টেও শক্তিশালী করবে তাঁর উপস্থিতি। পারফর্মার হিসেবে আর প্রমাণের অপেক্ষা রাখেন না ফাফ ডুপ্লেসিস। তিনি খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সর্বোচ্চ পর্যায়ে নিজেকে বারেবারেই প্রমাণ করেছেন। আরসিবি-র পক্ষ থেকে জারি করা বিবৃতিতে এ কথা বলেছেন বাঙ্গার। 


বাঙ্গার বলেছেন, আমরা এমন কাউকে খুঁজছিলাম, যিনি আমাদের টপ অর্ডারকে শক্তিশালী করে তুলবেন। ফাফ ডুপ্লসেসির অন্তর্ভূক্তি ওই চাহিদা পূরণ করেছে। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তিনটি ফরম্যাটেই প্রচুর অভিজ্ঞতা রয়েছে ফাফ ডুপ্লেসির। ফলে আমাদের হাতে বিকল্প থাকছে। শুধু ওপেনিংয়েই নয়, নেতৃত্বের ক্ষেত্রেও ফাফের উপস্থিতি দলকে সাহায্য করবে। 


উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্বদানের অভিক্ষতা রয়েছে ফাফ ডুপ্লেসিসের। কাজেই সেই অভিজ্ঞতা আইপিএলের খেতাবি লড়াইয়ে আরসিবি-র পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিরাট কোহলির ছেড়ে যাওয়া জায়গা পূরণের ক্ষেত্রে তাঁর ওপরেই ভরসা রাখল রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু শিবির।