নয়াদিল্লি: এবারের আইপিএল-এ (IPL 2022) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) ফাফ দু প্লেসি (Faf du Plessis)। ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন আরবিসি-র প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।


আরসিবি-র পক্ষ থেকে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে বিরাট বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল, আরবিসি-র অধিনায়ক হচ্ছে ফাফ। ও আমার ভাল বন্ধু। তাই ওর হাতে নেতৃত্বের ভার তুলে দিতে পেরে আমি খুব খুশি। আমি ওকে অনেক বছর ধরে চিনি। ক্রিকেটের বাইরেও যে কয়েকজনের সঙ্গে আমার সম্পর্ক আছে, তাদেরই একজন ফাফ। আমাদের খুব ভাল সম্পর্ক। তাই ও আরসিবি-কে নেতৃত্ব দেবে, এটা জেনে আমার খুব ভাল লাগছে। আমি এতদিন এই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে ছিলাম, এবার ফাফের নেতৃত্বে খেলব।’


বিরাট আরও বলেছেন, ‘ফাফের সঙ্গে পার্টনারশিপ অত্যন্ত উত্তেজক হতে চলেছে। ম্যাক্সির (গ্লেন ম্যাক্সওয়েল) সঙ্গে পার্টনারশিপও উত্তেজক হবে আশা করি। আমাদের দলের কোর গ্রুপ একই আছে। আমাদের এবারের দলও দুর্দান্ত হয়েছে। দল অত্যন্ত শক্তিশালী। দলে ভারসাম্যও আছে। ফাফ ও দলের বাকিদের সঙ্গে অনুশীলন শুরু করার জন্য আমার আর তর সইছে না। এই মরসুমের দিকে তাকিয়ে আছি। আমি নতুন করে উজ্জীবিত। এই মরসুম আমাদের জন্য খুব ভাল হতে চলেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’


এবারের আইপিএল-এর নিলামে সাত কোটি টাকা দিয়ে দু প্লেসিকে দলে নেয় আরসিবি। এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল-এর ফাইনালে উঠেছিলেন বিরাটরা, কিন্তু তিনবারই তাঁরা হেরে যান। এবার নতুন অধিনায়কের নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য আরসিবি-র।


এখনও পর্যন্ত আইপিএল-এ ২,৯৩৫ রান করেছেন দু প্লেসি। তিনি এর আগে মহেন্দ্র সিংহ ধোনির সতীর্থ হিসেবে চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন। এবার বিরাটের সঙ্গে খেলবেন দু প্লেসি। গত মরসুমের পর আরসিবি-র অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট। তাঁর বদলেই অধিনায়ক হলেন দু প্লেসি।