চেন্নাই: তিনি মাঠের কিংবদন্তি। মাঠের বাইরেও যে কতটা অমায়িক, বিরাট কোহলি (Virat Kohli) থেকে শুরু করে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), সকলেই তা একবাক্যে মেনে নেন। যিনি জুনিয়র ক্রিকেটারদের পাশে সব সময় দাঁড়িয়ে পড়েন মহীরূহের মতো।
সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবার ক্লাস নিলেন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) ক্রিকেটারদের। এবং সেটাও মাঠের লড়াইয়ে হায়দরাবাদকে হারিয়ে উঠে। ধোনির সঙ্গে কথা বলতে রীতিমতো ভিড় জমিয়ে ফেলেন হায়দরাবাদ ক্রিকেটারেরা। দেখা যায়, সানরাইজার্স হায়দরাবাদের ১১ জন ক্রিকেটার হাডল করে দাঁড়িয়ে রয়েছেন ধোনির চারপাশে। বিজয়ী অধিনায়ক তাঁদের হাত নেড়ে বিভিন্ন জিনিস বোঝাচ্ছেন। দেখে বোঝার উপায় নেই, মাঠে তাঁরা প্রতিপক্ষ ছিলেন। বরং ধোনি যেন তরুণদের মেন্টর।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। চেন্নাই সুপার কিংসও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, এই মাস্টারক্লাসে উপস্থিতির সংখ্যা একশো শতাংশ। উমরন মালিক থেকে শুরু করে আব্দুল সামাদ - হায়দরাবাদের তরুণ ক্রিকেটারেরা মনোনিবেশ করলেন ক্যাপ্টেন কুলের ক্লাসে। দেখলে বিভ্রান্ত হতে পারেন, হায়দরাবাদের কোচের নাম ব্রায়ান লারা, নাকি ধোনি?
বয়স ৪০ পেরিয়েছে, তাঁর অবসর নিয়েও চলছে জল্পনা, অনেকে মনে করছেন এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023) মরসুম। তবে এরই মাঝে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেও জোড়া রেকর্ড গড়লেন সিএসকে অধিনায়ক। ম্যাচে তাঁর কিপিং দেখলে কে বলবে, এই মানুষটা বর্তমানে আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেন না।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে অতীতের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার দস্তানাহাতে ক্ষিপ্র ধোনির সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ধোনি একটি ক্যাচ ধরেন, একটি রান আউট করেন এবং একটি স্টাম্পিংও করেন। এর ফলেই প্রথম কিপার হিসাবে আইপিএলে দু'শোটি উইকেট নেওয়ার (ক্যাচ, স্টাম্প, রান আউট মিলিয়ে) কৃতিত্ব নিজের নামে করেন ধোনি। এই বিষয়ে ধোনির ধারেকাছেও কেউ নেই। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক যিনি ১৮৭ সাফল্য পেয়েছেন। তৃতীয় স্থানে এবি ডিভিলিয়ার্স, তাঁর দখলে ১৪০টি সাফল্য রয়েছে।
তবে শুধু প্রথম কিপার হিসাবে দুইশোটি আইপিএল সাফল্য পাওয়াই নয়, এই ম্যাচে এইডেন মারক্রামের ক্যাচ ধরে আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে করেন মাহি। কুইন্টন ডিককে পিছনে ফেলে তিনিই বর্তমানে টি-টোয়েন্টিতে সর্বাধিক ক্যাচ ধরা কিপার হয়ে গেলেন। ডিকক এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০৭টি ক্যাচ ধরেছেন। তাঁকে পিছনে ফেলে ধোনি ২০৮টি ক্যাচ ধরে ফেললেন। ধোনির এই জোড়া রেকর্ড গড়ার দিনে সিএসকেও দুরন্ত জয় পেল।