কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে একটা অভিশাপ বারবার তাড়া করে ফেরে। কোনও ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হলে অন্য দলে গিয়ে ম্যাচের পর ম্যাচ জিতিয়ে দেন। সূর্যকুমার যাদবকে দেখুন। শুভমন গিলকে দেখুন। কুলদীপ যাদবেরও পুনর্জন্ম হয়েছে দিল্লি ক্যাপিটালসে গিয়ে।


সেই তালিকায় নবতম সংযোজন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। যাঁকে এ মরসুমের জন্য রিটেন করেনি কেকেআর। মিনি অকশনে তাঁকে কিনেছিল সিএসকে। আর মহেন্দ্র সিংহ ধোনি যে দলের অধিনায়ক, সেখানে টেস্ট ব্যাটসম্যানের তকমা গায়ে সেঁটে যাওয়া ক্রিকেটারও ল্যাপ স্কুপ মারবেন। তিন নম্বরে নেমে ২৯ বলে অপরাজিত ৭১ রান করে দিয়ে যাবেন। ধোনির ব্যাটিং দেখতে মুখিয়ে থাকা গ্যালারি দেখবে, মহানায়কের মঞ্চের আলো কেড়ে নিয়ে যাচ্ছেন এমন একজন, যাঁকে আইপিএলে পার্শ্বচরিত্র দিতে গিয়েও অনেকে দুবার ভাববেন।


সেই রাহানের ব্যাটিং বিক্রমে প্রথমে ব্যাট করে সিএসকে তুলেছিল ২৩৫/৪। কেকেআরকে কার্যত একপেশেভাবে হারানোর পর পুরনো দলকে কটাক্ষ করতেও ছাড়লেন না রাহানে। কেকেআরের উপেক্ষার জবাব? ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে রাহানে বেশ অপ্রত্যাশিতভাবে বললেন, 'আমি চাই মুখ নয়, আমার ব্যাট কথা বলুক।' বরাবরের শান্ত, নম্র, সংযত রাহানের মুখে যে জবাব খানিকট চমকে দেওয়ার মতো বৈকি।


 






চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ১৪তম ওভার। হাই কোর্ট এন্ড থেকে দৌড় শুরু করলেন উমেশ যাদব (Umesh Yadav)। যিনি ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেন। ডানহাতি পেসারের বল হাত থেকে বেরনো মাত্র অফস্টাম্পের দিকে সরে গেলেন অজিঙ্ক রাহানে। উইকেটকিপারের মাথার ওপর দিয়ে ল্যাপ স্কুপ। বল উড়ে গেল চেন্নাই সুপার কিংস ডাগ আউটের ওপর দিয়ে। দেখে কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। সত্যিই রাহানে তো! মানে অজিঙ্ক রাহানে, মুম্বইয়ের ক্রিকেটার, যিনি ধ্রুপদী ঘরানার ধারক ও বাহক, কপিবুকের বাইরে যাঁকে শট খেলতে দেখা যায় না, তিনিই এমন বিরল কাণ্ড ঘটিয়েছেন! 


ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে বলতে গিয়ে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নাম টেনে আনেন রাহানে। তিনি বলেন, 'যখন আপনি অতিরিক্ত চিন্তা না করে শুধু নিজের ব্যাটিং উপভোগ করেন তখন খেলা অনেক সহজ হয়ে যায়। আমার এখন সেটাই হয়েছে। আমি শুধু নিজের খেলা উপভোগ করছি। আর সেটা হয়েছে শুধুমাত্র ধোনি ভাইয়ের জন্য।' 


আরও পড়ুন: ABP Exclusive: মহাকাব্যিক মাহি! ইডেনে এলেন, দেখলেন, জয় করলেন...