কলকাতা: তিন বছরের লম্বা অপেক্ষা। অবশেষে গত রবিবার, ১৬ এপ্রিল সেই অপেক্ষার অবসান ঘটল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের (MI vs KKR) হয়ে নিজের আইপিএল অভিষেক ঘটান অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বই অধিনায়ক রোহিত শর্মাই অর্জুনের হাতে ক্যাপ তুলে দেন। সেই ক্যাপ পেয়ে আবেগে ভাসেন সচিন-পুত্র।
অপেক্ষার অবসান
তিন বছরের লম্বা অপেক্ষা। অবশেষে গত রবিবার, ১৬ এপ্রিল সেই অপেক্ষার অবসান ঘটল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের (MI vs KKR) হয়ে নিজের আইপিএল অভিষেক ঘটান অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বই অধিনায়ক রোহিত শর্মাই অর্জুনের হাতে ক্যাপ তুলে দেন। সেই ক্যাপ পেয়ে আবেগে ভাসেন সচিন-পুত্র।
বিগত কয়েক মরসুম ধরে বারংবারই প্রশ্ন উঠছিল কবে মুম্বইয়ের জার্সিতে আইপিএল খেলতে দেখা যাবে অর্জুনকে। দলের সঙ্গে থাকলেও, দুই মরসুমের সবক'টি ম্যাচ অর্জুনকে বেঞ্চে বসেই কাটাতে হয়। কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটে রবিবারই। একদা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ওয়াংখেড়ে মাতাতেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই ওয়াংখেড়েতেই অর্জুনের অভিষেক ঘটে। যদিও সচিন নিজেও চান না যে, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক। অর্জুন নিজেও চান নিজের দক্ষতায় প্রতিষ্ঠা পেতে। নিজের প্রথম আইপিএল ম্যাচে বাঁ-হাতি ফাস্ট বোলার অর্জুন দুই ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচ করেন।
মুম্বইয়ের ডাগ আউট বসেই নিজের ছেলের আইপিএল অভিষেক দেখেন সচিন। তিনি বর্তমানে মুম্বইয়ের ম্যানেজমেন্টের অঙ্গ। তিনি তো মাঠে উপস্থিত ছিলেনই, স্ট্যান্ডে ভাই অর্জুনের হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন বোন সারা তেন্ডুলকরও। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন... অর্জুন... একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব স্যাচিন... স্যাচিন গর্জনে অভ্যস্ত ছিল। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে উচ্ছ্বাসের ছবি।
মুম্বইয়ের ক্রিকেটার। সচিন ছেলের জন্য কোচ করেছিলেন বন্ধু সুব্রত বন্দ্যোপাধ্যায়কে। যিনি এখন সিনিয়র নির্বাচকও। ভারতীয় ক্রিকেটে উমেশ যাদবের মতো তারকার উত্থান হয়েছে সুব্রতর হাত ধরে। তবে মুম্বইয়ের সিনিয়র দলে সুযোগ না হওয়ায় গোয়ায় পাড়ি দেন অর্জুন। রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে খেলেছেন। এবার আইপিএলেও খেলে ফেললেন তিনি।
কলকাতা: প্রসঙ্গত, সচিন-অর্জুনই প্রথম বাবা-ছেলে জুটি যারা উভয়েই আইপিএলে খেলেছেন। তাও আবার একই দলের হয়ে। এই ম্যাচের পর স্বাভাবিকভাবেই খানিকটা আবেগাপ্লুত 'ক্রিকেট ঈশ্বর'। তিনি ২৩ বছর বয়সি পুত্রের আইপিএল অভিষেক নিয়ে বলেন, 'এই গোটা অভিজ্ঞতাটাই আমার কাছে ভীষণ নতুন। এর আগে আমি কখনও ওকে সরাসরি খেলতে দেখিনি। আমি চাই ও যাতে কোনওরকম চাপ অনুভব না করে, স্বাধীনভাবে নিজের স্বাভাবিক খেলাটা খেলে। আমি ড্রেসিংরুমে বসে ছিলাম। মাঠের বড় স্ক্রিনে ও আমাকে দেখে বাড়তি চাপ অনুভব করুক, এমনটা আমি একেবারেই চাই না। আমি চাই যে কোনও পরিস্থিতিতে ও যেন নিজের পরিকল্পনামাফিক খেলাটা খেলে।'
শুভেচ্ছার ঢল
প্রসঙ্গত সচিন-পুত্রের অভিষেকে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের বর্তমান ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। তিনিও অর্জুনকে শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'অর্জুনকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখে আমি খুবই খুশি। ওর বাবা নিঃসন্দেহে খুবই খুশি হবে। ওকে অনেক অনেক শুভেচ্ছা।'
অর্জুনের অভিষেকে তাঁকে শুভেচ্ছা জানান কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানও (Shahrukh Khan)। তিনি লেখেন, 'আইপিএল অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট। কিন্তু দিনের শেষে একজন বন্ধুর ছেলে (অর্জুন তেন্ডুলকর) যখন সুযোগ পায়, তখন নিঃসন্দেহে আনন্দটা অনেকটা বেশিই হয়। সচিনের জন্য এটা নিশ্চয়ই দারুণ গর্বের এবং অর্জুনকে অনেক শুভেচ্ছা।'
বাবা কিংবদন্তি। ২৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ছেলের সবে আইপিএলে অভিষেক হল। জাতীয় দলে সুযোগ পেতে এখনও অনেকটা রাস্তা পেরতে হবে। পারবেন অর্জুন? সময়ই এর উত্তর দেবে।