ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার কলকাতা: ফের ভয় ধরাচ্ছে করোনা। করোনা (Corona) আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু এক জনের। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু মথুরাপুরের বাসিন্দার। এই পরিস্থিতিতে করোনা নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। করোনা মোকাবিলায় একাধিক বিষয় মেনে চলতে বলা হয়েছে ওই গাইডলাইনে।
করোনা নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে নতুন গাইডলাইনে বলা হয়েছে,
- ভিড় এলাকায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে
- বয়স্ক, বাচ্চা ও যাঁদের কোমর্বিডিটি আছে, তাঁদের ক্ষেত্রে ভিড় এলাকা এড়িয়ে চলতে হবে
- কাশি বা হাঁচি হলে রুমাল ব্যবহার করতে হবে
- গলায় সংক্রমণ ও জ্বর থাকলে করোনা পরীক্ষা করাতে হবে
- এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকার পরামর্শ
- শ্বাসকষ্টের সমস্যা বাড়লে হাসপাতালে যেতে হবে
- অ্যান্টিবায়োটিক বা কাফ সিরাপ চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাওয়া উচিত
- সাবান ও স্যানিটাইজার দিয়ে হাত ধোওয়ার পরামর্শ
- প্রয়োজনে 14416 হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে
ফের করোনা আক্রান্তের মৃত্যু: দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর বাসিন্দা ৬৯ বছর বয়স মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয় এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে তাঁকে করোনা আক্রান্ত অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে আইডি হাসপাতালে আইসিইউ-তে সাতজন করোনা রোগী ভর্তি আছেন।
দেশের করোনা আপডেট: সামান্য কমল ভারতের দৈনিক করোনা ( Coronavirus ) সংক্রমণ। ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৬৩৩ জন নতুন করে করোনভাইরাস ( Covid 19 ) আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে। মোট করোনা-মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫,৩১,১৫২ । XBB.1.16 Omicron সাবভেরিয়েন্ট অন্যান্য SARS-CoV-2 স্ট্রেনের তুলনায় বেশি সংক্রামক। করোনা XBB.1.16.1 এর নতুন রূপ, যাকে Arcturus ও বলা হচ্ছে, তা ভারতের ৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যে নয়, এই ভ্যারিয়েন্টটি XBB.1.16.1 শিশুদের মধ্যেও পাওয়া যাচ্ছে। যার মধ্যে চোখ লাল হওয়াকে বলা হচ্ছে নতুন উপসর্গ। চিকিত্সকরা মনে করছেন, কোভিড-19-এর নতুন রূপ XBB.1.16.1 Omicron ভ্যারিয়েন্টের একটি সাব - ভেরিয়েন্ট। এটি দ্রুত ছড়ায়। অনেক বেশি সংক্রামক। এর সাধারণ লক্ষণগুলি হল - জ্বর, কাশি,সর্দি, নাক বন্ধ, হাঁচি, গলা ব্যথা, কণ্ঠস্বর পরিবর্তন, শ্বাসকষ্ট, মাথাব্যথা, শরীরে ব্যথা, ক্লান্তি। এছাড়াও, চোখে জ্বালা, লালচেভাব, ডায়ারিয়া, বুকে ব্যথা ইত্যাদিও এই নতুন রূপটিতে দেখা যায়।
আরও পড়ুন: Weather Update: গরম থেকে এখনই নেই মুক্তি, ৫ জেলায় প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি