কলকাতা: আইপিএলের (IPL 2023) মাঝেই আচমকা দেশে ফিরলেন লিটন দাস (Litton Das)। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের তরফে জানিয়ে দেওয়া হল, বাংলাদেশে ফিরে গিয়েছেন লিটন। কবে ফিরবেন, নিশ্চয়তা নেই।


যে ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল কি তবে এখানেই শেষ?


বাংলাদেশের দুই ক্রিকেটারকে মিনি অকশন থেকে দলে নিয়েছিল কেকেআর। শাকিব আল হাসানলিটন দাস। তারপর থেকেই অনেকে আগ্রহী ছিলেন, দুই বাঙালি ক্রিকেটার কেকেআরের জার্সিতে কেমন করেন দেখার জন্য। এঁদের মধ্যে শাকিব আগেও কেকেআরের হয়ে খেলেছেন।


কিন্তু সমস্যা তৈরি হয় এর পরে। কারণ, বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজ খেলছিল বলে দুই ক্রিকেটারকে ছাড়েনি। প্রথম দুই ম্যাচে শাকিব বা লিটন, কাউকেই পায়নি কেকেআর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান এমনও বিবৃতি দেন যে, প্রথম একাদশে না খেললে দেশের হয়ে খেলা ভাল। তারপর ব্যক্তিগত কারণ দেখিয়ে গোটা টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ান শাকিব। তাঁর পরিবর্ত ক্রিকেটারও নিয়ে নেয় কেকেআর।


এবার দেশে ফিরে গেলেন লিটনও। কেকেআরের তরফে জানানো হয়েছে, পরিবারে কোনও অসুস্থতা সংক্রান্ত আপদকালীন পরিস্থিতি (মেডিক্যাল এমার্জেন্সি) তৈরি হওয়ায় দেশে ফিরে গিয়েছেন লিটন। কবে ফিরবেন, কিছু জানাননি।


আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?


এবারের আইপিএলে একটিই ম্যাচ খেলেছিলেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে জঘন্য শট খেলে আউট হয়েছিলেন। বড় রান পাননি। উইকেটের পিছনেও সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন। যা নিয়ে কেকেআর শিবিরেও প্রবল সমালোচনা হয়েছিল। বলা হয়েছিল, ব্রেন ফেড হয়েছে লিটনের। তারপর থেকে তিনি প্রথম একাদশের বাইরে।


 






এবারের আইপিএলে কি লিটনকে আর দেখা যাবে? প্রশ্ন রয়েছে। কারণ, মে মাসের প্রথম সপ্তাহেই আয়ার্ল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। ৭ মে এমনিতেই লিটনের জাতীয় দলে যোগ দিতে যাওয়ার কথা ছিল। টুর্নামেন্টের পরের অর্ধে এমনিতেই বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটারকে ছাড়াই নামতে হতো কেকেআরকে। এখন যা পরিস্থিতি তাতে এখানেই না লিটনের এবারের মতো আইপিএল অভিযানে ইতি পড়ে যায়!              


আরও পড়ুন: কোন ইনিংসটি জাতীয় দলে ধোনির জায়গা পাকা করেছিল? নিজেই জানালেন ক্যাপ্টেন কুল