জয়পুর: ভারত তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয় মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। জল্পনা অনুযায়ী এটাই আইপিএলেও তাঁর শেষ মরসুম হতে চলেছে। তাই প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষ ফ্রাঞ্চাইজির মাঠ হলেও দর্শকরা কাতারে কাতারে শুধু ধোনির জন্যই ভিড় জমাচ্ছেন। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল সোয়াই মানসিংহ স্টেডিয়ামেও (Sawai Mansingh Stadium) একই ছবি ধরা পড়ল। 


ধোনির স্মৃতিচারণ


মাঠ সিএসকে তথা ধোনির জার্সিত প্রচুর সমর্থক উপস্থিত হয়েছিলেন। ম্যাচ শেষে ধোনি নিজেও অতীতের স্মৃতিচারণা করে জানান এই মানসিংহ স্টেডিয়াম তাঁর কাছে বিশেষ অনুভূতির। তিনি জানান, 'এই মাঠটা আমার কাছে বিশেষ আবেগের। বিশাখাপত্তনমে আমার প্রথম শতরানের ফলে আমি আরও ১০টি ম্যাচ খেলা নিশ্চিত করতে পেরেছিলাম। কিন্তু এখানে খেলা ১৮৩ রানের ইনিংস ফলে আমার জাতীয় দলে আরও এক বছর খেলাটা পাকা হয়ে গিয়েছিল। তাই এখানে ফিরে আসাটা বরাবরাই আমার কাছে খুব স্পেশাল।'


সিএসকের হার


তবে ধোনির পছন্দের স্টেডিয়ামে তাঁর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (RR vs CSK) কিন্তু জিততে পারল না। পরাজিত হয়েই মাঠ ছাড়তে হল হলুদ ব্রিগেডকে। প্রথমে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দাপটে রানের পাহাড়। তারপর বোলারদের আগাগোড়া দাপট। চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৩২ রানের বড় ব্যবধানে পর্যুদস্ত করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অ্যাডাম জাম্পা (৩ / ২২) ও রবিচন্দ্রন অশ্বিন (২ / ৩৫) স্পিনজুটি সিএসকে শিবিরের ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। প্রথমে চিপকে গিয়ে অ্যাওয়ে ম্যাচে তারপর জয়পুরে ঘরের মাঠে, গ্রুপপর্বের জোড়া লড়াইতেই সিএসকে-কে টেক্কা দিল রাজস্থান রয়্যালস। পাশপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ব্যবধানে জিতে রান রেটের ভিত্তিতে ফের একবার পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেলেন সঞ্জু স্যামসনরা। 


 ৪৩ বলে ৮ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। যশস্বীর ঝোড়ো শুরুর পর শেষ পর্বে ধ্রুব জুড়েল ও দেবদত্ত পাড়িক্কালের ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বড় স্কোর খাড়া করল তারা। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এই প্রথমবার কোনও দল ২০০ রানের গণ্ডি টপকায় তারা। জবাবে ব্যাট করতে নেমে কাঙ্খিত ছন্দে রান তাড়া করতে পারেনি চেন্নাই শিবির।


আরও পড়ুন: 'মাই বেবি' বলে সম্বোধন করেছিলেন, এবার রিঙ্কুর বিয়েতে নাচার প্রতিশ্রুতি শাহরুখের