হায়দরাবাদ: আইপিএলের প্রথম ম্যাচে নেই এইডেন মারক্রাম (Aiden Markram)। ২ এপ্রিল, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদ।


মারক্রামের কি কোনও চোট রয়েছে? সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকরা তা নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সূত্রে খবর, মারক্রাম দেশেই রয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের দলে রয়েছেন মারক্রাম। ৩ এপ্রিল তিনি ভারতে এসে সানরাইজার্স শিবিরে যোগ দেবেন। তাই, ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।


কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ থেকেও কি মারক্রামকে ছাড়া গেল না? জানা গিয়েছে, ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য এই সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে প্রোটিয়া শিবিরে। এই সিরিজে নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে হারালে এবং মে মাসে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে আয়ার্ল্যান্ড যদি বাংলাদেশের বিরুদ্ধে অন্তত একটা ম্যাচ হারে, তাহলে দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপের যোগ্যতা পাবে।


২০১৩ সাল থেকে সানরাইজার্স দলে রয়েছেন ভুবনেশ্বর। এর আগেও তিনি সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সালে ৬ ম্যাচে এবং ২০২২ সালে এক ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেন। তবে সেই ৭ ম্যাচে সানরাইজার্সের রেকর্ড ভাল নয়। ৭ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচ জিতেছে সানরাইজার্স।

 

শেষ খেতাব প্রায় ৭ বছর আগে। ২০১৬ সালে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তারপর থেকে ট্রফি নেই। রয়েছে শুধু অন্তর্দ্বন্দ্ব। কখনও ওয়ার্নারকে বাদ দিয়ে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করা হয়েছে। কখনও সংঘাত হয়েছে রশিদ খানের সঙ্গে। গতবার আট নম্বরে শেষ করেছিল। প্লে অফের যোগ্যতা পায়নি। এবার অবশ্য খোলনলচে বদলে মাঠে নামছে হায়দরাবাদ। কোচ করা হয়েছে কিংবদন্তি ব্রায়ান লারাকে। অধিনায়ক হয়েছেন এডেন মারক্রাম।

 


সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বড় শক্তি দলের পেস বোলিং আক্রমণ। রয়েছেন তরুণ তুর্কি উমরন মালিক ও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। ঘণ্টায় দেড়শো কিলোমিটারেরও বেশি গতিতে নিয়মিতভাবে বল করেন উমরন। জম্মু-কাশ্মীরের পেসারকে দেখে মুগ্ধ ডেল স্টেন, শোয়েব আখতারের মতো বিশ্বের তাবড় প্রাক্তন ফাস্টবোলাররা। গত আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার। যার মধ্যে এক ম্যাচে ৫ ও আরেক ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। স্ট্রাইক রেট? ১৩.৪১। কার্যত প্রত্যেক ২ ওভারের ব্যবধানে উইকেট তুলেছেন উমরন। আইপিএলে বল হাতে বরাবরের ভরসা ভুবনেশ্বর কুমার। দুদিকে বল স্যুইং করাতে পারেন। যে কোনও পিচে বিপজ্জনক। নতুন বলের পাশাপাশি ডেথ ওভারেও ধারাল। গত আইপিএলে ওভার প্রতি মাত্র সাড়ে সাত করে রান খরচ করেছিলেন। সঙ্গে রয়েছেন টি নটরাজন। তামিলনাড়ুর পেসার গত আইপিএলে ১১ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন। গতির বিরুদ্ধে প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষা নেবেন হায়দরাবাদের পেসাররা।



আরও পড়ুন: কেকেআরের সবচেয়ে বড় শক্তি কী? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন নিউজিল্যান্ডের তারকা