লখনউ: ৪ মে, বৃহস্পতিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) একে অপরের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচের দিনক্ষণ বদলে যাচ্ছে। নির্ধারিত সময়ের একদিন আগে, অর্থাৎ ৩ মে এই ম্যাচটি আয়োজিত হতে চলেছে।


এগিয়ে এল ম্যাচ


৪ মে লখনউয়ে পুরসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে। এই সময় একইদিনে ম্য়াচ আয়োজিত হলে সেক্ষেত্রে ম্যাচের সময় যথেষ্ট নিরাপত্তারক্ষীর আয়োজন করতে একটু সমস্যা হলেও হতে পারে। সেই কারণেই এই ম্যাচটি ২৪ ঘণ্টা আগেই আয়োজিত হবে। অবশ্য ম্যাচের দিন বদলালেও সময় বদলায়নি। ৪ মে দুপুর ৩.৩০টার সময় এই ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল, ৩ মেও ৩.৩০টে থেকেই এই ম্যাচ আয়োজিত হবে। আইপিএলের তরফে সরকারিভাবেই ইতিমধ্যেই এই সিদ্ধান্তটি সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে।


আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, '৪ মে লখনউ পুরসভা নির্বাচন থাকায় এই ম্যাচটির দিন বদল করা হয়েছে। যদিও ম্যাচের সময়ে কোনওরকম বদল করা হয়নি। ম্যাচটি ৩.৩০ সময়ই আয়োজিত হবে।' 


 






ধোনি-কোহলি সাক্ষাৎ


সোমবার, ১৭ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের (RCB vs CSK) মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব। ২২৭ রান তাড়া করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের ৭৬ ও ফাফ ডুপ্লেসির ৬২ রানের ইনিংসে ভর করে দুরন্ত লড়াই চালায় আরসিবি। তবে মাত্র আট রানে পরাজিত হয় আরসিবি।


আরসিবি বনাম সিএসকে ম্যাচকে বরাবরই বিরাট কোহলি (Virat Kohli) বনাম মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) লড়াই বলে ধরা হয়। দুই দলের তারকার ছড়াছড়ি হলেও, এই দুই মহাতারকার দিকে সবসময়ই বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেরই বাড়তি নজর থাকে। অবশ্য গতকালের ম্যাচে দুই মহাতারকার কেউই বড় রান করতে পারেননি। ধোনি মাত্র এক বল খেলে এক রানে অপরাজিত থাকেন, আর বিরাটকে ছয় রানে সাজঘরে ফেরত পাঠান আকাশ সিংহ। তবে ম্যাচ শেষে এই দুই মহাতারকাই ফের একবার শিরোনামে।


ম্যাচের পর বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠেই দাঁড়িয়ে খোশমেজাজে দীর্ঘক্ষণ গল্প করতে দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দুইজনকেই ভিডিওতে হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। 


আরও পড়ুন: চেন্নাই ম্যাচে মেজাজ হারিয়ে শাস্তির মুখে পড়লেন কোহলি