বেঙ্গালুরু: সিএসকের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে রান পাননি। ম্যাচও জেতেনি আরসিবি (RCB)। কিন্তু তার ওপর এবার মেজাজ হারিয়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা হল বিরাট কােহলির (Virat Kohli)। ম্যাচ চলাকালীন আইপিএলের (IPL 2023) আচরণবিধি লঙ্ঘনের (Code Of Cunduct) অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যে কারণে ম্যাচ ফি-এর ১০% জরিমানা করা হয়েছে তাঁর।
ঠিক কী হয়েছিল?
আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল চেন্নাই। ধোনির দলের হয়ে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলে আউট হন শিভম দুবে। ২৭ বলে ৫২ রান করে ওয়েন পার্নেলের বলে মহম্মদ সিরাজের হাতে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরে যান বাঁহাতি অলরাউন্ডার। এরপর কোহলির সেলিব্রেশন নজর এড়ায়নি কারও। মুখ দিয়ে কিছু অশ্রাব্য শব্দও উচ্চারণ করতে দেখা যায় তাঁকে। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার বিরাট কোহলি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন আইপিএলের নিয়ম লঙ্ঘন করেন। তার জন্য তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।'' বিরাট নিজের অপরাধ স্বীকার নিয়েছেন। সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ''মিস্টার কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২- এর অধীনে লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন। লেভেল ওয়ান কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।''
গতকাল রানযুদ্ধ পেরিয়ে শেষ হাসি চেন্নাইয়ের। প্রায় সাড়ে ৪০০-র কাছে ওঠা রানের পাহাড়ে ঢাকা ম্যাচে ৮ রানের ব্যবধানে আরসিবিকে (RCB) টেক্কা দিল সিএসকে (CSK)। শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রানে থামল। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তুলেছিল ২২৬ রানের ম্যামথ টোটাল। ইনিংসের মাঝপথে যে রানকে যথেষ্ট মনে হলেও ব্যাঙ্গালোরের রান তাড়া করার সময়ে যেমনটা মোটেই মনে হয়নি। বরং বারবার পেন্ডুলামের মতো ম্যাচের রেশ ঢলেছে দুই দলের দিকে। যদিও শেষ ওভারে ১৯ রান বাঁচানোর পুঁজি নিয়ে বল করতে গিয়ে ঠান্ডা মাথায় ইয়র্কারে ভর করে দলে ঢোকা মাথিসা পাতিরানা বাজিমাত করলেন। পাল্টা আক্রমণের পরও বিফলে গেল আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত অর্ধশতরান।