নয়াদিল্লি: বয়স ৪১-র গণ্ডি পার করেছে। অনেকেই মনে করছেন এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023) মরসুম হতে চলেছে। তবে তিনি, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) কিন্তু নিজের অবসর প্রসঙ্গে এখনও কিছুই বলেননি। তাই তাঁর ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহতই রয়েছে। এরই মাঝে ধোনির ভবিষ্যত নিয়ে মতামত প্রকাশ করলেন সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি (Michael Hussey)। তিনি সাফ সাফ জানিয়ে দিলেন যে ধোনি আগামী পাঁচ বছর আইপিএলে খেলা চালিয়ে যেতে পারেন।


মাইকেল হাসি বলেন, 'ওর মধ্যে তো এখনও ছক্কা মারার দক্ষতা রয়েছে। ও নিজের খেলাটা উপভোগ করছে এবং দলের জন্য অবদানও রাখছে। আগামী আরও পাঁচ বছর কিন্তু ও অনায়াসেই খেলা চালিয়ে যেতে পারে।' তবে ধোনিকে এ মরসুমে ব্যাট হাতে তেমন দেখতে পাননি তাঁর অনুরাগীরা। তিনি হাঁটুর চোট নিয়েই কিপিং করা চালিয়ে গেলেও, ব্যাট হাতে মূলত আট নম্বরেই ব্যাট করেছেন। তাঁর এত নীচে ব্যাট করতে নামা নিয়েও কম আলাপ-আলোচনা হয়নি।


হাসি স্পষ্ট জানিয়ে দিলেন যে ধোনি পরিকল্পনামাফিকই নীচের দিকে ব্যাটিংয়ে নামছেন। ইনিংসের আগের দিকে ব্যাট করলে, হাঁটুতেও বাড়তি চাপ পড়তে পারে, যা এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে জানান অজি কিংবদন্তি। 'ও শেষ কয়েক ওভারে নেমে আগ্রাসী মেজাজে যে ব্যাট করতে পছন্দ করে, সেটা সবাই জানে। ওর হাঁটুর চোটের বিষয়েও সকলেই জানেন। সাধ্যমতো প্রতিটি ম্যাচ খেলার চেষ্টা করছে ও। যদি ১০, ১১ ওভারে ধোনিকে ব্যাটে নেমে দ্রুত রানগুলি নিতে হয়, তাহলে তো ওর হাঁটুতে চাপ পড়বে। ওই তাই শেষের দিকে নেমেই ম্যাচে যতটা সম্ভব প্রভাব ফেলতে আগ্রহী। ওর আগে নামা দুবে, জাডেজা, রাহানে, রায়াডুদের প্রতি কিন্তু ধোনির যথেষ্ট ভরসা রয়েছে।' দাবি হাসির।


আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে