চেন্নাই: আগামী মরসুমে, অর্থাৎ ২০২৩ আইপিএলেও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। এদিন সেই বিষয় সিলমোহর দিয়ে দিলেন দলের সিইও কাশী বিশ্বনাথন। গত মরসুমে নিজেই ক্যাপ্টেন কুল আভাস দিয়েছিলেন যে ঘরের মাঠে, চেনা সমর্থকদের সামনেই আইপিএলকে বিদায় জানাতে চান তিনি। কিন্তু তবুও সমর্থকদের মধ্যে প্রশ্ন ছিল যে আদৌ চল্লিশ পেরিয়ে যাওয়া ধোনি পরের মরসুমেও খেলবেন কি না। কিন্তু শেষ পর্যন্ত সিএসকের সিইও কিন্তু জানিয়ে দিলেন যে ধোনিই থাকছেন পরের মরসুমেও চেন্নাইয়ের অধিনায়ক।


২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। গত বছর মরসুম শুরুর আগেই রীবন্দ্র জাডেজাকে সেই দায়িত্ব সঁপে দিয়েছিলেন। কিন্তু খারাপ পারফরম্যান্স ও নেতৃত্বের চাপ নিতে না পারায় জাডেজা সরে দাঁড়ান। জাডেজার নেতৃত্বে চেন্নাই দল প্রাথমিকভাবে ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছে। একই সঙ্গে জাডেজার পারফরম্যান্সেও প্রভাব পড়েছিল। এরপর ফের একবার ধোনিকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। 


জাডেজা ও সিএসকের সম্পর্কে চিড়


রবীন্দ্র জাডেজা এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার সম্পর্ক নিয়ে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়। জাডেজার সিএসকেকে নিয়ে পোস্ট ডিলিট করাকে কেন্দ্র করেই জল্পনার শুরু। হাওয়া দেখে অনেকেই অনুমান করছেন সম্ভবত আর আইপিএলে (IPL) সিএসকের হলুদ জার্সিতে আর দেখা যাবে না জাড্ডুকে।


রবীন্দ্র জাডেজা বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। গত বছর আইপিএল মরসুমটা দুঃস্বপ্নের মতো কাটলেও, ব্যাট হোক বা বল, জাডেজা একা হাতেই যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের রঙ বদলে ফেলার ক্ষমতা রাখেন। তাই তিনি যদি শেষমেশ সিএসকে ছাড়েনই, তাহলে তাঁকে যে দলে নিতে আগ্রহী ফ্রাঞ্চাইজির অভাব হবে না, তা বলার অপেক্ষা রাখে না। তবে গত মরসুমে সিএসকের সবথেকে দামি খেলোয়াড় ছিলেন জাডেজা. তাঁকে দলে নিতে যে বেশ মোটা টাকা খরচ করতে হবে, তা বলাই বাহুল্য। কোন কোন দলগুলি বিশেষ করে জাডেজাকে দলে নেওয়ার জন্য ছুটতে পারে?


ধোনি আসন্ন মরসুমেই হয়ত শেষবার চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামতে পারেন। সেক্ষেত্রে ঘরের মাঠ থেকেই আইপিএলকে বিদায় জানাবেন তিনি। উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ক্যাপ্টেন কুল।