চেন্নাই: প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে হেরে গিয়েছিল দল। এরপর থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আর এখন টুর্নামেন্টের অর্ধেক শেষ হয়ে যাওয়ার পর চেন্নাই সুপার কিংসই খেতাব জয়ের অন্যতম দাবিদার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চিপকে ঘরের মাঠে খেলতে নেমেছে ধোনির দল। আর প্রথমে ব্য়াট করে ৪ উইকেট হারিয়ে ২০০ রান বোর্ডে তুলে ফেলল তারা। ধবনদের জিততে হলে পাহাড়প্রমাণ ২০১ রান করতে হবে। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ওপেনিংয়ে নেমে এদিন রুতুরাজ ও কনওয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছিলেন। দ্রুত পার্টনারশিপে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন এই জুটি। রুতুরাজ ৩১ বলে ৩৭ রান করে ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। অন্য়দিকে কনওয়ে আরও একটি অর্ধশতরান হাঁকালেন এবারের টুর্নামেন্টে। ৫২ বলে ৯২ রানের অপরাজিত ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। মিডল অর্ডারে এদিন রাহানেকে না নামিয়ে টিম ম্যানেজমেন্ট শিবম দুবে, মঈন আলি ও রবীন্দ্র জাডেজাকে আগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। দুবে ১৭ বলে ২৮ রান করেন ২টো ছক্কা ও ১টি বাউন্ডারির সাহায্যে। মঈন ১০ ও জাডেজা ১২ রান করেন। শেষের দিকে এমএসডি নেমেছিলেন কনওয়েকে সঙ্গ দিতে। ২টো ছক্কার সাহায্য়ে ৪ বলে ১৩ রান করেন তিনি। 


আজ রোহিতের জন্মদিন


আজ রোহিত শর্মার জন্মদিন। গোটা দেশ, গোটা বিশ্বজুড়েই রোহিত শর্মার অসংখ্য অনুরাগী রয়েছেন। প্রিয় ক্রিকেটারদের জন্মদিন উদযাপন করতে অনুরাগীরা নানান পন্থা অবলম্বন করে থাকেন। রোহিতের অনুরাগীর তাঁর জন্মদিনে ৬০ ফুটের একটা কাট আউট প্রকাশ্যে আনেন। হায়দরাবাদের দিকে চলচ্চিত্র জগতের তারকাদের এমন কাট আউট দেখতে পাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এর আগে কোনও ক্রিকেটারের জন্মদিনে এমন উদ্যোগ আদৌ কেউ নিয়েছেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়াতেও রোহিতের এই বিরাট কাট আউটের ছবি শেয়ার করা হয়। 


রোহিত কিন্তু এই হায়দরাবাদের এক ফ্র্যাঞ্চাইজিরে হয়েই নিজের আইপিএল কেরিয়ারটা শুরু করেছিল। ২০০৯ সালে তৎকালীন ডেকান চার্জাসের হয়ে আইপিএল খেতাবও জেতেন ভারতীয় মহাতারকা। প্রসঙ্গত, আজকের ম্য়াচটি রোহিতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বার্থডে বয় রোহিত দিনকয়েক কয়েক আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবেও এক দশক পূর্ণ করেছেন। তার উপর জন্মদিন। এই কারণেই উপলক্ষ্যে রবিবারের ম্যাচটি দলের অধিনায়ককে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।