নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গতকাল ম্য়াচ জিতেই আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ম্যাচের শেষেই হঠাৎ একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় যে ধোনি ও জাডেজাকে বেশ উত্তেজিত হয়ে বাক্যালাপ করছেন। জাডেজা কোনও একটি বিষয়ে হয়ত সন্তুষ্ট ছিলেন না। তবে মাঠ ছাড়ার সময় দেখা যাচ্ছে যে ধােনি জাডেজার কাঁধে হাত রেখে তাঁকে কিছু বোঝাচ্ছেন। তবে আদৌ কোনও বিষয়ে নিয়ে ধোনির সঙ্গে সমস্যা হয়েছিল কি না তা নিশ্চিত নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন যে জাডেজা ও ধোনির মধ্য়ে খেলার সময়ে কোনও একটা সিদ্ধান্ত নেওয়া নিয়ে ঝামেলা হয়। জাডেজা না কি ধোনির সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। 


 






প্লে অফে জায়গা পাকা করতে এই ম্যাচ জিততেই হত চেন্নাই সুপার কিংসকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে দ্বিতীয় দল হিসেবে চলতি আইপিএলে প্লে অফে চলে গেল চেন্নাই সুপার কিংস। ২২৪ রান তাড়া করতে নেমে ১৪৬/৯ রানেই আটকে গেল ডেভিড ওয়ার্নারের দল। ৮৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হলেন ডেভিড ওয়ার্নার। আরও একটা হার দিয়ে এবারের আইপিএলে নিজেদের অভিযান শেষ করল দিল্লি ক্যাপিটালস।


রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলতে হল দিল্লির ওপেনারদের। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন পৃথ্বী শ। মাত্র ৫ রান করেই ফিরে যান তিনি। ফিলিপ সল্ট ৩ রান করে ফেরেন। রিলি রসউ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। যশ ধূলও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১৩ রান করে আউট হন তিনি। ১৫ রান করেন অক্ষর পটেল। কেউই ওয়ার্নারকে যথাযথ সঙ্গ দিতে পারেননি। দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন যদিও ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেন। তিনি ৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৮৬ রান করেন। ওয়ার্নার ফিরতেই দিল্লির জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। 


দিল্লি ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে ধোনি বলেন, ''সাফল্যের কোনও রেসিপি হয় না। টিম ম্যানেজমেন্টের যাবতীয় কৃতিত্ব প্রাপ্য। সঠিক প্লেয়ারকে দলে নেওয়া, তাঁকে যথাযথ সুযোগ দেওয়া উচিত। নতুন প্লেয়ারদের পর্যাপ্ত সুযোগ না দিলে তাঁরা নিজেদের মেলে ধরতে পারে না। সিএসকে টিম ম্যানেজমেন্ট এই কাজটাই সঠিকভাবে করেছে। প্লেয়াররাও খোলা মনে খেলতে পেরেছে। ডেথ বোলিংয়ের জন্য আত্মবিশ্বাস প্রয়োজন। যা আমাদের তরুণ বোলাররা অর্জন করেছে।''