চেন্নাই: আজ আইপিএলে ধোনি বনাম ওয়ার্নার দ্বৈরথ। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৭ ম্য়াচে দুটো দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাল্লা ভারী চেন্নাইয়ের। ধোনির নেতৃত্বাধীন দল ১৭ বার জয় ছিনিয়ে নিয়েছে। অন্য়দিকে ওয়ার্নার দিল্লি ক্যাপিটালস ১০ বার জিতেছে। দিল্লি আগে দিল্লি ডেয়ারডেভিলস নাম ছিল। পরে ফ্র্য়াঞ্চাইজির নাম বদল হয়। 


শেষ পাঁচবারের সাক্ষাতে অবশ্য এগিয়ে রয়েছে দিল্লি। মোট তিনবার তারা জয় ছিনিয়ে নিয়েছে। ২ বার জিতেছে সিএসকে শিবির। চিপকে এখনও পর্যন্ত মোট ৮ বার দুটো দল আমনে-সামনে হয়েছে। তার মধ্যে ৬ বার জয় পেয়েছে সিএসকে। ২ বার জিতেছে দিল্লি শিবির। 


প্লে অফের দৌড়ে এই মুহূর্তে চেন্নাই অনেক এগিয়ে রয়েছে। অন্য়দিকে প্লে অফে টিকে থাকতে হলে দিল্লিকে আর কোনও ম্যাচ হারলে হবে না। এমনকী অন্য দলের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। দুটো দলই তাঁদের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। মুম্বইকে হারিয়ে দিয়েছিলেন চেন্নাই। অন্যদিকে আরসিবির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে এবার মাঠে নামতে চলেছে ওয়ার্নার বাহিনী। 


এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৬টি ম্যাচ জিতেছে সিএসকে। ৪টি ম্যাচ হেরেছে। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি। কারণ সেই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। অন্যদিকে ১০ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতেছে পন্টিংয়ের ছেলেরা। ৬ ম্য়াচ হারতে হয়েছে তাদের। 


সূর্য ঝড়ে উড়ে গেল আরসিবি


ফাফ ডুপ্লেসির ৬৫ ও গ্লেন ম্য়াক্সওয়েলের ৬৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯৯/৬ তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জেসন বেরেনডর্ফ নেন তিন উইকেট। তবে আরসিবির বিরুদ্ধে ২০০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অতি সহজেই জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। সৌজন্যে সূর্যকুমার যাদবের ৩৫ বলে ৮৩ রানের ইনিংস ও নেহাল ওয়াদেরার অপরাজিত ৫২ রান। এই দুইয়ের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদেই ২১ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতল মুম্বই। 


আর্চারের বদলি জর্ডন


চোট পাওয়া জোফ্রা আর্চারের (Jofra Archer) বদলি ঘোষণা করে দিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আইপিএলের বাকি সময়টা খেলার জন্য ক্রিস জর্ডনকে (Chris Jordan) দলে নিচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অপরদিকে ইসিবি-র নজরদারিতে আর্চারের চোট সারিয়ে ওঠার কাজ জারি থাকবে বলেও জানানো হয়েছে। ব্রিটিশ পেসারে পরিবর্তে মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়া টি ২০ স্পেশালিস্ট অপর ব্রিটিশ পেসার জর্জনের এর আগে আইপিএলে(IPL 2023) খেলার অভিজ্ঞতাও রয়েছে।