কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (MI vs RCB) ৬ উইকেটে হারিয়ে আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রইল মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরপর ২ ম্যাচ হেরে চাপে আরসিবি। পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে গিয়েছেন ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিরা।


অন্তত দশ ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল, অথচ দশ দলের কেউই প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়নি, কারও প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যায়নি, আইপিএলের (IPL) ইতিহাসে কখনও এ জিনিস হয়েছে?


পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবে হার্দিক পাণ্ড্যরা এখনও আনুষ্ঠানিকভাবে প্লে অফের যোগ্যতা পায়নি। বাকি ৩ ম্যাচের একটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত। এমনকী, ৩ ম্যাচ হেরে গেলেও প্লে অফে পৌঁছে যেতে পারেন তাঁরা।


১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি তিন ম্যাচের দুটি জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট সহ তিন নম্বরে উঠে এল মুম্বই। ১১ ম্যাচে ১১ পয়েন্ট লখনউ সুপার জায়ান্টসের। তারা রয়েছে চার নম্বরে। বাকি তিন ম্যাচের ৩টি জিতলেই প্লে অফ নিশ্চিত। ২টি জিতলেও ভাল সুযোগ থাকবে।


চার দল রয়েছে ১০ পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। তারা রয়েছে পাঁচ নম্বরে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছেন সঞ্জু স্যামসনরা। বাকি তিন ম্যাচ জিততেই হবে তাঁদের। রাজস্থান ভাল জায়গা থেকে পরপর ম্যাচ হেরে যেভাবে পয়েন্ট টেবিলে পিছলে গিয়েছে, ঠিক একইভাবে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছেন নাইটরা। কেকেআরেরও পয়েন্ট ১০। তবে নেট রান রেটে রাজস্থানের চেয়ে সামান্য পিছিয়ে থাকায় ছয় নম্বরে রয়েছে কেকেআর। বাকি তিন ম্যাচ জিতলেই প্লে অফের টিকিট নিশ্চিত নাইটদের।


১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট সমান হলেও রাজস্থান ও কেকেআরের চেয়ে পিছিয়ে আরসিবি। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। পরপর ২ ম্যাচ হেরে বেশ চাপে শিখর ধবনরা।


আরও পড়ুন: আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের দাপুটে জয়, শাস্তি পেলেন রানা, এক নজরে আইপিএলের ৫ সেরা খবর


তালিকায় শেষ দুটি দল সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। দুই দলই ১০টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট করে পেয়েছে এবং বাকি ৪ ম্যাচের সবকটি জিতলে প্লে অফে পৌঁছে যেতে পারে।


শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে কাদের কপালে?



আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?