সন্দীপ সরকার, কলকাতা: বক্স অফিসে ঝড় তুলেছে তাঁর সিনেমা 'পাঠান'। ভেঙে দিয়েছে বক্স অফিসের যাবতীয় রেকর্ড।
ইডেনে প্রত্যাবর্তনের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জয় দেখে তিনি পা দোলাবেন না, তাও আবার হয় নাকি! শাহরুখ খান নাচলেন। তবে একা নয়। সঙ্গে নিলেন বিরাট কোহলিকে। যাঁর দলকে হারিয়ে ষোড়শ আইপিএলে প্রথম পয়েন্ট ঘরে তুলেছে কেকেআর।
৮১ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কেকেআর হারাতেই মাঠে প্রবেশ করলেন শাহরুখ। প্রথমে আলিঙ্গন করলেন রিঙ্কু সিংহ-সহ কেকেআর ক্রিকেটারদের। তারপরই এগিয়ে গেলেন কোহলির দিকে। আলিঙ্গন করলেন কোহলিকে। যিনি এদিন রান পাননি। ২১ করে সুনীল নারাইনের বলে বোল্ড হয়ে যান। কিন্তু দেশের সেরা বিনোদনকারীর সামনে মুখ কাঁচুমাঁচু করে কি দাঁড়িয়ে থাকার উপায় আছে!
পারলেন না বিরাটও। শাহরুখ বিরাটকে আলিঙ্গন করলেন। তারপরই তাঁকে নিয়ে ঝুমে জো পাঠানের তালে নাচলেন। গ্যালারিতে অপেক্ষারত হাজার কয়েক সমর্থক যে দৃশ্য দেখে হাততালি দিয়ে স্বাগত জানালেন। বেশ কিছুক্ষণ ধরে হাসিঠাট্টায় সময় কাটালেন দুই মহাতারকা।
পরে আরসিবি ক্রিকেটারেরা অনেকেই শাহরুখের সঙ্গে হাত মেলালেন। ছবি তোলার আবদার জানালেন। দলের বড় জয়ের পর খোশমেজাজে ছিলেন শাহরুখ। কাউকে ফেরাননি। কর্ণ শর্মা থেকে শুরু করে এক ঝাঁক আরসিবি ক্রিকেটার, সকলের ছবির আবদার হাসি মুখে মেটালেন। তারপর গোটা মাঠ প্রদক্ষিণ করলেন। ইডেনের গ্যালারিতে থাকা জনতার দিকে চুম্বন ছুড়ে দিলেন। হাত জোড় করে জানালেন প্রণামও।
শাহরুখ কন্যা সুহানা হাজির ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ম্যাচের সেরা শার্দুল ঠাকুরের হাতে পুরস্কার তুলে দিলেন তিনিই। তারপর বাবার কাছে আবদার করলেন, মাঠের মাঝখানে গিয়ে ছবি তোলার। মেয়ের বায়নায় ফের মাঠের মাঝখানের দিকে হাঁটা দিলেন শাহরুখ। মেয়েকে আলিঙ্গন করে ছবি তুললেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে জুহি চাওলা ইডেন ছেড়ে বেরিয়ে যান। বলে যান, প্রত্যাবর্তনের ম্যাচে কেকেআরের জয় দেখে উচ্ছ্বসিত তিনি। তবে শাহরুখ ছিলেন উৎসবের মেজাজে। তিনি ড্রেসিংরুমে যান। ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা হয় টিম মালিকের।
শেষ পর্যন্ত শাহরুখ যখন মাঠ ছাড়লেন, ঘড়িতে রাত সোয়া বারোটা। এবিপি লাইভ কিংগ খানকে প্রশ্ন করেছিল, ইডেনে চার বপছর পর মাঠে নেমে এত বড় জয় কেকেআরের, কতটা খুশি? শাহরুখ হেসে থাম্বস আপ দেখিয়ে গাড়িতে উঠে গেলেন। যেন ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন, তৃপ্তির ঢেকুর তুলে ইডেন ছাড়ছেন।