সন্দীপ সরকার, কলকাতা: বরাবরের প্রথা ভেঙে তিনি মাঠে এলেন। মাঠের জায়ান্ট স্ক্রিনে তাঁকে দেখানো মাত্র আবেগের বিস্ফোরণ গ্যালারিতে। স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে বেজে উঠল, 'চল ছাঁইয়া ছাঁইয়া ছাঁইয়া ছাঁইয়া...'।


ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচে মাঠে হাজির শাহরুখ খান (SRK)। সঙ্গে কন্যা সুহানা। চোখে নাইটগ্লাস। পরনে কালো হুডি। হাতে স্মার্টওয়াচ। শাহরুখকে দেখে উদ্বেলিত ইডেন জনতা। বাদশাও সকলের দিকে হাত নেড়ে ও থাম্বস আপ দেখিয়ে অভিবাদন জানালেন।


তবে এদিন প্রথা ভেঙে মাঠে এলেন শাহরুখ। কারণ, তিনি বিশ্বাস করেন, ম্যাচ শুরু হওয়ার কয়েক ওভার পর তিনি মাঠে ঢুকলে কেকেআর ভাল খেলে। তাই বরাবর তিনি মাঠে আসেন খেলা শুরু হওয়ার পর। ম্যাচের ঠিক ৩-৪ ওভার পর তিনি মাঠে আসেন।


যদিও সেই ছক ভেঙে বৃহস্পতিবার শাহরুখ মাঠে এলেন খেলা শুরু হওয়ার আগে। টস জিতে ততক্ষণে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ইডেন গার্ডেন্সের বি ব্লকের বিখ্যাত ব্যালকনিতে দেখা গেল শাহরুখকে। পাশে সুহানা। রয়েছেন সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। যিনি কেকেআরের ম্যাচ থাকলেই বেগুনি শাড়ি পরে, কপালে নাইটদের জার্সির রংয়ের টিপ পরে হাজির হয়ে যান।


শাহরুখ খান কেকেআরের প্রাণভোমরা। চার বছর পর ঘরের মাঠে খেলছে কেকেআর। প্রতিপক্ষ আবার যে কোনও দল নয়। আইপিএলের ইতিহাসে অন্যতম নক্ষত্রখচিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে দলের জার্সিতে খেলেন বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো নক্ষত্র।


ম্যাচে কি শাহরুখ মাঠে থাকবেন? গত ২-৩ দিন ধরেই লাখ টাকার এই প্রশ্ন ঘোরাফেরা করছিল সমর্থকদের মনে। তবে ভক্তদের নিরাশ করেননি বাদশা। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের এক প্রাইভেট বিমানবন্দরে শাহরুখকে দেখা গিয়েছিল। সঙ্গে মেয়ে সুহানা। যে ছবি দেখার পর থেকেই ভক্তরা প্রার্থনা শুরু করে দিয়েছিলেন, ইডেনে জোড়া কিংগ শো দেখার।


একজন বাইশ গজের কিংগ। বিরাট কোহলি। যিনি আইপিএল শুরু করেছেন দুরন্তভাবে। প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। তার ওপর বিরাট নামছেন ইডেনে। যে মাঠ তাঁর কাছে পয়মন্ত। আইপিএলকেকেআরের বিরুদ্ধে শেষ যে ম্যাচটি খেলেছিলেন, ৪ বছর আগে সেই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন।


আর এক কিংগ মাঠের বাইরের। বলিউডের বাদশা। শাহরুখ খান। যিনি থাকা মানে ইডেনের গ্যালারি নতুন অক্সিজেন পায়। উন্মাদনার পারদ আরও এক ধাপ চড়ে। থেকে থেকে মাঠের জায়ান্ট স্ক্রিনে ধরা পড়ে তাঁর ছবি। আর শোনা যায় গ্যালারির শব্দব্রহ্ম।


অবশেষে মাঠে হাজির শাহরুখ। লক্ষ্মীবারের ইডেন মাতল ঝুমে জো পাঠানে...।


আরও পড়ুন: আরসিবির বিরুদ্ধে ম্যাচেই মাইলফলক গড়তে চলেছেন রাসেল, নারাইন উভয়েই